৩১. বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়?
ক. ১৯৩০ সালে খ. ১৯৪০ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৭০ সালে
৩২. প্রতিবছর কখন ইলিশ মাছ ধরা নিষেধ?
ক. ১৫-২৪ অক্টোবর
খ. ১৫-২৪ সেপ্টেম্বর
গ. ১-১০ অক্টোবর
ঘ. ১-১০ সেপ্টেম্বর
৩৩. ব্রয়লার মুরগিকে কত প্রকার রেশন সরবরাহ করা হয়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৩৪. জাব পোকা—
i. গাছের রস খায়
ii ভাইরাস রোগ ছড়ায়
iii. কচি পাতা খায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. বাড়ন্ত হাঁসের রেশনের মেয়াদকাল নিচের কোনটি?
ক. ০-৪ সপ্তাহ
খ. ৫-১৯ সপ্তাহ
গ. ১৯-২৫ সপ্তাহ
ঘ. ২০ সপ্তাহ থেকে বাকি সময়
৩৬. সাইলেজ কোন ধরনের খাদ্য?
ক. ভিটামিনযুক্ত খ. দানাদার
গ. আঁশযুক্ত ঘ. তরল খাদ্য
৩৭. সাইলেজ ব্যবহারের সুবিধা কয়টি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৩৮. উদ্ভিদতত্ত্ব অনুসারে বীজ হলো—
i. উদ্ভিদের নিষিক্ত ডিম্বক
ii. উদ্ভিদের পরিপক্ব ডিম্বক
iii. উদ্ভিদের যেকোনো অংশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. উদ্ভিদতাত্ত্বিক বীজ—
i. ধান
ii. গম
iii. সরিষা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. মাছের ভালো উত্পাদন পাওয়ার জন্য পুকুরের পানিতে কত পিপিএম কার্বন ডাই–অক্সাইডে থাকা প্রয়োজন?
ক. ১-২ ppm খ. ২-৩ ppm
গ. ৩-৪ ppm ঘ. ৪-৫ ppm
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.গ ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ঘ ৪০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা