এসএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগপ্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসা্যমই

অধ্যায় ১ম

৪১. অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

ক. ৫০ খ. ৬০

গ. ১০০ ঘ. ১১০

৪২. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?

ক. চার্লস ব্যাবেজ

খ. বিল গেটস

গ. অ্যাডা লাভলেস

ঘ. লর্ড বায়রন

৪৩. কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?

ক. অ্যাডা লাভলেস

খ. লর্ড বায়রন

গ. স্টিভ জবস

ঘ. চার্লস ব্যাবেজ

৪৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

খ. স্টিভ জবস

গ. গুগলিয়েলমো মার্কনি

ঘ. জগদীশচন্দ্র বসু

৪৫. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি?

ক. তড়িৎ চৌম্বকীয় বল

খ. তড়িৎশক্তি

গ. চৌম্বক শক্তি

ঘ. চৌম্বকীয় বল

৪৬. বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী?

ক. লর্ড বায়রন

খ. ম্যাক্সওয়েল

গ. মার্কনি

ঘ. জগদীশচন্দ্র বসু

৪৭. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?

ক. অতিদীর্ঘ তরঙ্গ

খ. অতিক্ষুদ্র তরঙ্গ

গ. ওয়াই-ফাই

ঘ. ফাইবার অপটিকস

৪৮. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?

ক. ১৮৫২ খ. ১৮৫৩

গ. ১৮৭১ ঘ. ১৮৯৫

৪৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো

গ. ইতালি ঘ. জার্মানি

৫০. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ

খ. অতিদীর্ঘ তরঙ্গ

গ. আণবিক শক্তি

ঘ. ফাইবার অপটিকস

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.গ ৪২.গ ৪৩.ক ৪৪.ক ৪৫.ক ৪৬.ঘ ৪৭.খ ৪৮.ঘ ৪৯.গ ৫০.ক

প্রকাশ কুমার দাস, মাস্টার ট্রেইনারসহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা