৩. প্রশ্ন: আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?
উত্তর: ফুল, পাখি, পাহাড়, ঝরনা ও সাগর নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করছে তাদের নিজেদের মতো করে। তাদের নিজস্ব ভাষা বৈচিত্র্য ও বৈশিষ্ট্যে তারা গরীয়ান। আমরা ফুল-পাখি নই। কিংবা পাহাড় ঝরনা-সাগরও নই। আমরা মানুষ। আমরা বাঙালি। আমাদের মায়ের মুখের ভাষা বাংলা। আর মায়ের মুখের এই মধুর ভাষা বাংলাতেই আমরা আমাদের মনের কথা বলি।
৪. প্রশ্ন: প্রজাপতি ফুলের সাথে কীভাবে কথা বলে?
উত্তর: বাংলা ভাষার প্রতি গভীর মমতাভরা একটি অনবদ্য কবিতা এই ‘ফেব্রুয়ারির গান’। কবির দৃষ্টিতে বাংলাদেশের প্রকৃতির প্রতিটি উপাদান নানাভাবে নিজেকে প্রকাশ করে যাচ্ছে। পাখি, সাগর, নদী, পাহাড়, ঝরনা, বাতাস, গ্রীষ্ম, বর্ষা, শীত ঋতু ও গাছের গান আর স্বর্ণলতার মুগ্ধতার মতো প্রজাপতিও ফুলের সাথে ছন্দসুরে কথা বলে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা