১১. বলের একক কোনটি?
ক. গ্রাম খ. জুল
গ. নিউটন ঘ. ক্যালরি
১২. ভূপৃষ্ঠ থেকে পর্বতচূড়ায় কোনো বস্তুর ওজনের কী পরিবর্তন হবে?
ক. সমান হবে খ. কম হবে
গ. বেশি হবে ঘ. ১/৬ অংশ হবে
১৩. চাঁদে তোমার ওজন ভূপৃষ্ঠের তুলনায় কেমন হবে?
ক. বেশি খ. কম
গ. সমান ঘ. ওজনহীন
১৪. কোথায় ‘g’–এর মান শূন্য?
ক. মেরু অঞ্চলে খ. বিষুব অঞ্চলে
গ. পৃথিবীর পৃষ্ঠে ঘ. পৃথিবীর কেন্দ্রে
১৫. কোথায় বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
ক. পৃথিবীর কেন্দ্রে খ. পৃথিবীর ওপরে
গ. মেরু অঞ্চলে ঘ. বিষুবীয় অঞ্চলে
১৬. ভর ও ওজনের সম্পর্ক হলো—
i. সম্পূর্ণ পৃথক দুটি রাশি
ii. স্প্রিং নিক্তির সাহায্যে বস্তুর ভর ও ওজন পরিমাপ করা হয়
iii. ভরের একক কেজি এবং ওজনের একক নিউটন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কোনো বস্তুর ভর দ্বিগুণ করলে তার ওপর ক্রিয়ারত মহাকর্ষ বল কী হবে?
ক. দ্বিগুণ খ. অর্ধেক
গ. চার গুণ ঘ. ১/৪ ভাগ
১৮. দুটি বস্তুর মধ্যকার দূরত্ব তিন গুণ করা হলে তাদের মধ্যকার মহাকর্ষ বল আদি বলের কতটুকু হবে?
ক. ৯ ভাগের ১ ভাগ হবে
খ. ৩ গুণ হবে
গ. এক–তৃতীয়াংশ হবে
ঘ. ৯ গুণ হবে
১৯. নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে বলের কী পরিবর্তন হবে?
ক. চার গুণ খ. অর্ধেক
গ. এক–চতুর্থাংশ ঘ. এক–তৃতীয়াংশ
২০. ভরের গুণফল চার গুণ এবং দূরত্ব দ্বিগুণ করলে মহাকর্ষ বল কত হবে?
ক. চার গুণ হবে খ. এক–চতুর্থাংশ হবে
গ. সমান থাকবে ঘ. আট গুণ হবে
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১১.গ ১২.খ ১৩.খ ১৪.ঘ ১৫.ক ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা