১১. নিম্ন শেণির জীব হলো—
i. শৈবাল
ii. ছত্রাক
iii. আমগাছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. অ্যাক্যারিওটা রাজ্যের অণুজীবের বৈশিষ্ট্য হলো—
i. এরা অকোষীয়
ii. এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্রের প্রয়োজন হয়
iii. কেন্দ্রিকা সুগঠিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. প্রকৃতকোষী জীবের উদাহরণ হলো—
i. শৈবাল
ii. ভাইরাস
iii. প্রোটোজোয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না—
i. ব্যাকটেরিয়া
ii. ভাইরাস
iii. শৈবাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. মারগুলিস ও হুইটেকারের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবকে স্থান দেওয়া রাজ্য
হলো—
i. প্লান্টি
ii. মনেরা
iii. প্রোটিস্টা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. অণুজীব রোগ সৃষ্টি করতে পারে—
i. মানুষের
ii. গৃহপালিত পশুপাখির
iii. উদ্ভিদের
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. কোনটি পানি দূষণ করে?
ক. মস খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইরাস
১৮. নিচের কোন প্রাণীটি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়?
ক. গরু খ. মুরগি
গ. ছাগল ঘ. ভেড়া
১৯. বার্ড ফ্লুর বাহক কী?
ক. গরু খ. ছাগল
গ. ভেড়া ঘ. ভাইরাস
২০. ভাইরাস শব্দের অর্থ কী?
ক. ঘাতক খ. ধ্বংস করা
গ. বিষ ঘ.অতি আণুবীক্ষণিক
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.গ
এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা