[পূর্ববর্তী লেখার পর]
১. উদ্ভিদের মোট প্রস্বেদনের শতকরা কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?
ক. ১০%–৪৫% খ. ৩০%–৮৫%
গ. ৫০%–৮৫% ঘ. ৯০%–৯৫%
২. রক্ত একটি—
i. অস্বচ্ছ
ii. মৃদু ক্ষারীয়
iii. লবণাক্ত তরল পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. হাড়ের লাল অস্থিমজ্জাতে কোনটির জন্ম হয়?
ক. লোহিত রক্তকণিকা
খ. অণুচক্রিকা
গ. গ্লুকোজ
ঘ. হরমোন
৪. রক্তের শতকরা কত ভাগ রক্তরস?
ক. ৪৫ ভাগ খ. ৫৫ ভাগ
গ. ৩৫ ভাগ ঘ. ৯৬ ভাগ
৫. লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
ক. ৭৫ দিন খ. ৮০ দিন
গ. ১১০ দিন ঘ. ১২০ দিন
৬. অনুচক্রিকার গড় আয়ু কত দিন!
ক. ৫–১০ দিন খ. ৬–১৮ দিন
গ. ৭–২০ দিন ঘ. ৮–২২ দিন
৭. অ্যান্টিবডি কে গঠন করে?
ক. মনোসাইট খ. বেসোফিল
গ. লিম্ফোসাইট ঘ. নিউট্রাফিল
৮. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কে জীবাণু ভক্ষণ করে?
ক. মনোসাইট খ. বেসোফিল
গ. লিম্ফোসাইট ঘ. নিউট্রাফিল
৯. রক্ত তঞ্চন বা জমাট বাঁধানোতে সাহায্য করা কার কাজ?
ক. অণুচক্রিকার খ. লোহিত রক্তকণিকার
গ. রক্তকণিকার ঘ. শ্বেত রক্তকণিকার
১০. একজন সুস্থ ব্যক্তি কত দিন পরপর রক্ত দিতে পারে?
ক. ২০ দিন খ. ১ মাস
গ. ২ মাস ঘ. চার মাস
১১. হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কী?
ক. পেরিকার্ডিয়াম খ. মায়োকার্ডিয়াম
গ. অলিন্দ ঘ. নিলয়
১২. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
ক. স্ফিগমোম্যানোমিটার
খ. ব্যারোমিটার
গ. রেক্টোমিটার
ঘ. ডায়ামিটার
১৩. স্ট্রেপটোকক্কাস অণুজীবের সংক্রমণে সৃষ্ট—
i. শ্বাসনালির প্রদাহ
ii. ফুসকুড়িযুক্ত সংক্রমক জ্বর
iii. টনসিলের প্রদাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. মূলরোম হতে একটি প্রক্রিয়ায় পানি কর্টেক্সে পৌঁছায়। একইভাবে পানি—
i. অন্তঃত্বক হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
ii. কর্টেক্স হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
iii. পরিচক্র হয়ে পরিবহন কলাগুচ্ছে পৌঁছায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. পাতার ওপরের ও নিচের কিউটিনের আবরণকে কী বলে?
ক. লেন্টিসেল খ. ক্যালোজ
গ. কিউটিকল ঘ. প্রোটিন
১৬. উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়?
ক. কিউটিকল খ. লেন্টিসেল
গ. বর্ষবলয় ঘ. কাইটিন
১৭. জীবনীশক্তির মূল কী?
ক. রক্ত খ. স্নায়ু
গ. পেশি ঘ. হাড়
১৮. রক্তরসের প্রধান উপাদান কী?
ক. অক্সিজেন খ. পানি
গ. লৌহ ঘ. ক্যালসিয়াম
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.ঘ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.খ ১৫. গ ১৬.খ ১৭.ক ১৮.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]