৭১. নিউক্লিয়াসের ব্যাস কত?
ক. 103cm খ. 1010cm
গ. 10-10cm ঘ. 10-15m
৭২. হাইড্রোজেনের আইসোটোপ—
i. H এ ইলেকট্রন ১টি,প্রোটন ১টি
ii. D এ নিউট্রন ১টি, ইলেকট্রন ১টি
iii. T এ ইলেকট্রন ১টি, নিউট্রন ২টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৩. কেমোথেরাপিতে কী পদার্থ ব্যবহার করা হয়?
ক. মৌলিক খ. যৌগিক
গ. তেজস্ক্রিয় ঘ. নিউক্লিয়
৭৪. রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়?
ক. 238Pu খ. 32P
গ. 99Tc ঘ. 50CO
৭৫. থাইরয়েড গ্রন্থির কোষকলা বৃদ্ধি প্রতিহত করে কোনটি?
ক. 137Cs খ. 1311
গ. 192Ir ঘ. 125I
৭৬. পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোনটি দ্বারা?
ক. 12C খ. 13C
গ. 14C ঘ. 16C
৭৭. Co ব্যবহৃত হয়—
i. ক্যানসার কোষ ধ্বংস করতে
ii. খাদ্যদ্রব্য সংরক্ষণে
iii. হার্টে পেসমেকার বসাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৮. 32P আইসোটোপ ব্যবহৃত হয়—
i. চিকিৎসা ক্ষেত্রে ii. কৃষি ক্ষেত্রে
iii. খাদ্য সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৯. রাদারফোর্ড কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
ক. ১৯০৯ সালে খ. ১৯১০ সালে
গ. ১৯১১ সালে ঘ. ১৯১২ সালে
৮০. বোর মডেলের উক্তি কোনটি?
ক. নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রনসমূহ ঘূর্ণায়মান
খ. নিউক্লিয়াসের চারদিকে প্রোটনসমূহের অবস্থান
গ. পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা সমান
ঘ. পরমাণু চার্জ নিরপেক্ষ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৭১.ঘ ৭২.গ ৭৩.গ ৭৪.খ ৭৫.খ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.গ ৮০.ক
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা