অষ্টম শ্রেণির পড়াশোনা
১. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে?
ক. শহরে
খ. গ্রামে
গ. ইপিজেড অঞ্চলে
ঘ. শহরে ও গ্রামে
২. কোন দেশটিতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়?
ক. কানাডা খ. ব্রাজিল
গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
৩. ‘বাল্যবিবাহ’ বলতে কী বোঝায়?
ক. অল্প বয়সে বিয়ে
খ. সাবালক হওয়ার আগে বিয়ে
গ. গ্রাম্য বিয়ে
ঘ. হাওর অঞ্চলের বিয়ে
৪. কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা
গ. রাশিয়া ঘ. আমেরিকা
৫. কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা
গ. রাশিয়া ঘ. আমেরিকা
৬. নিচের কোনটি একটি দেশের জন্য বোঝাস্বরূপ, আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে?
ক. অশিক্ষিত জনসংখ্যা
খ. অদক্ষ জনসংখ্যা
গ. জনসংখ্যা
ঘ. রপ্তানি খাত
৭. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী?
ক. সম্পদ কমে যাওয়ায়
খ. আয় কমে যাওয়ায়
গ. জমির পরিমাণ কমে যাওয়ায়
ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায়
৮. শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী?
ক. সাক্ষরতার হার বাড়ায়
খ. পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
গ. চিকিত্সাব্যবস্থার উন্নতি হওয়ায়
ঘ. গণসচেতনতা বৃদ্ধি পাওয়ায়
৯. দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?
ক. রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে
খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
গ. কৃষি উপকরণ সরবরাহ করে
ঘ. ব্যাংকঋণ দিয়ে
১০. বিশাল জনসংখ্যা কাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়?
ক. যাদের পরিকল্পনার অভাব আছে
খ. যাদের সম্পদ সীমিত
গ. যাদের সম্পদের অভাব নেই
ঘ. যারা মনের দিক দিয়ে গরিব
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.ঘ ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.গ ৭.ঘ ৮.গ ৯.খ ১০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা