ব্যবসায়ের মূল চালিকা শক্তি - ফিন্যান্স ও ব্যাংকিং, অধ্যায় ১ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ১

[এর আগের প্রকাশিত লেখা]

৫১.  বিক্রয় খরচ কীভাবে ন্যূনতম রাখা যায়?

ক. বৈদেশিক বিনিয়োগ করে      

খ. সঠিক পণ্য নির্বাচন করে

গ. অর্থের যথাযথ ব্যবহার করে    

ঘ. সম্পদ ব্যবস্থাপনা করে

৫২. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) আত্মপ্রকাশ করে কোন দশকে?

ক. ১৯৬০-এর দশকে 

খ. ১৯৭০-এর দশকে  

গ. ১৯৮০-এর দশকে  

ঘ. ১৯৯০-এর দশকে   

৫৩. একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য— 

  i. মুনাফা অর্জন  

ii. মুনাফা বণ্টন  

iii. উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii  

৫৪. কোনটি ব্যবসায়ের মূল চালিকা শক্তি?

ক. অর্থায়ন খ. ব্যবস্থাপনা

গ. হিসাববিজ্ঞান ঘ. অর্থনীতি

৫৫. কোনটি অর্থায়নের বিষয়বস্তু?

ক. মুনাফা বাড়ানো                     

খ. পরিকল্পনা

গ. অর্থ সংগ্রহ ও বিনিয়োগ             

ঘ. প্রকল্প

৫৬. একটি  কোম্পানি  কীভাবে তহবিল সংগ্রহ করে?

ক. শেয়ার বিক্রি করে           

খ. ঋণ নিয়ে

গ. নিজস্ব মূলধন থেকে          

গ. বিমা করে

৫৭. চলতি মূলধন ব্যবস্থাপনা কীভাবে করা উচিত? 

ক. পণ্য মজুত করে   

খ. পণ্য বিক্রয়লব্ধ অর্থ দিয়ে  

গ. বেশি বিনিয়োগ করে       

ঘ. ব্যাংকঋণের অর্থ দিয়ে 

৫৮. কোনটি সরকারের ব্যয়ের খাত?

ক. আয়কর খ. শুল্ক

গ. সঞ্চয়পত্র ঘ. প্রতিরক্ষা

৫৯. একটি কোম্পানি ডিবেঞ্চার হোল্ডারদের কী দেয়?

ক. বন্ড খ. ডিবেঞ্চার

গ. লভ্যাংশ ঘ. সুদ

৬০.  বাংলাদেশে কোন কারণে বাণিজ্য ঘাটতি হয়?

ক. অদক্ষ পরিচালনা   

খ. কারিগরি অক্ষমতা

গ. আমদানি বেশি     

ঘ. শ্রমশক্তির অভাব

৬১. কোনটি বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে?

ক. রেমিট্যান্স

খ. বৈদেশিক ঋণ

গ. বৈদেশিক অনুদান

ঘ. শুল্ক

৬২. মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ-ক্ষতির ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে কী বলে?

ক. অব্যবসায়ী প্রতিষ্ঠান      

খ. সমবায় প্রতিষ্ঠান

গ. ব্যবসায় প্রতিষ্ঠান    

ঘ. রাষ্ট্রীয় প্রতিষ্ঠান

৬৩. একমালিকানা ব্যবসায়ের তহবিলের প্রধান উৎস কী?

ক. আত্মীয়স্বজন খ. ব্যাংকঋণ

গ. মহাজন ঘ. নিজস্ব তহবিল

৬৪. একটি প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করা অর্থ দিয়ে কর্মচারীদের মজুরি দিলে তা অর্থায়নের কোন নীতির মধ্যে পড়ে? 

ক. উপযুক্ততার নীতি   

খ. বৈচিত্র্যতার নীতি 

গ. তারল্য নীতি        

ঘ. মুনাফা অর্জনের নীতি  

৬৫. কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য সরকারি অনুমতি নেওয়া বাধ্যতামূলক?

ক. একমালিকানা খ. অংশীদারি   

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

৬৬. চলতি খরচ—

  i. দোকানভাড়া  

ii. কর্মচারির বেতন  

iii. দোকানের বিদ্যুৎ বিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii  

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১. গ ৫২. ঘ ৫৩. খ ৫৪. ক ৫৫. গ ৫৬. ক ৫৭. খ ৫৮. ঘ ৫৯. ঘ ৬০. গ ৬১. ক ৬২. গ ৬৩. ঘ ৬৪. ক ৬৫. গ ৬৬. ঘ

মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা