বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৫ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অষ্টম শ্রেণি

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১১. গাড়িতে পথ দেখানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?

ক. জিপিএস সিস্টেম

খ. মুঠোফোন

গ. ইঞ্জিন

ঘ. গুগল ম্যাপ

১২. গাড়িতে জিপিএস থাকলে কী ধরনের সুবিধা পাওয়া যায়?

ক. গাড়ির গতি বৃদ্ধি পায়

খ. অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়

গ. গাড়ির ইঞ্জিন ভালো থাকে

ঘ. তেল লাগে না

১৩. শিক্ষাসংক্রান্ত প্রায় সব ধরনের সহায়ক তথ্য পাওয়া যায় কোথায়?

ক. ইন্টারনেটে খ. লাইব্রেরিতে

গ. দোকানে ঘ. বইয়ে

১৪. সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্ক কোনটি?

ক. নোটবুক খ. ফেসবুক

গ. নোটপ্যাড ঘ. আইপ্যাড

১৫. ব্যান্ডউইড্থ বেশি হলে যে সুবিধা পাওয়া যায়—

i. সরাসরি দেখা যায় ও শোনা যায়

ii. ডাউনলোড করতে হয় না

iii. গেম খেলা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা হচ্ছে–

i. একজন অন্যজনের সঙ্গে ভাব বিনিময় করা যায়

ii. ছবি ও ভিডিও বিনিময় করা যায়

iii. কথাবার্তা বলা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. অনলাইন ভার্সন পত্রিকা পড়তে হলে যা প্রয়োজন—

i. ইন্টারনেট সংযোগ নিতে হবে

ii. নিয়মিত পত্রিকার মূল্য পরিশোধ করতে হবে

iii. ওয়েবসাইট ব্রাউজ করা শিখে নিতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. সরকারি পাঠ্যবইগুলো এখন কোন ওয়েবসাইটে রাখা হচ্ছে?

ক. মাউশি খ. টিসিবি

গ. এনসিটিবি ঘ. এনটিআরসি

১৯. বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?

ক. বিডি জবস খ. মাই সার্চ

গ. গুগল ঘ. স্কাইপে

২০. সার্চ ইঞ্জিন ব্যবহারে কোন কাজটি করা হয়?

ক. তথ্য খোঁজা হয়

খ. তথ্য বানানো হয়

গ. ইন্টারনেট চালানো হয়

ঘ. গান শোনা হয়

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.ক ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.ক

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা