প্রতিশব্দ: এমন কিছু শব্দ আছে যেগুলো একই অর্থ বা কাছাকাছি অর্থ প্রকাশ করে। এগুলোকে প্রতিশব্দ বলে। যেমন ‘আকাশ’ না বলে ‘আসমান’ বা ‘গগন’ বলা যায়।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদটি পড়ো। এরপর এখানকার অন্তত ১০টি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো।
আমার ছোট মামা শহরে থাকেন। একদিন খবর পেলেন, রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে। তাঁর ইচ্ছা হলো, তিনিও এই কাজের সঙ্গে যোগ দেবেন। তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। অনেক দূরের পথ। বাসে করেই তাঁকে রওনা দিতে হলো। বাস থেকে যখন নামলেন, তখন সকাল হয়ে গেছে। পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের। ছোট মামার মনে হলো, এবার তিনি সত্যিই একটা ভালো কাজ করতে পারবেন।
নমুনা উত্তর: আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন। একদিন সংবাদ পেলেন, রূপখালী গাঁয়ে মানুষ একটা নূতন বিদ্যালয় চালু করবে। তাঁর সাধ হলো, তিনিও এই কর্মের সঙ্গে যুক্ত হবেন। সেজন্য এক আঁধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। বহু দূরের রাস্তা। গাড়িতে করেই তাঁকে রওনা দিতে হলো। গাড়ি থেকে যখন নামলেন, তখন প্রভাত হয়ে গেছে। পুব আসমানে রবি উদিত হয়েছে রক্তিম বর্ণের। কনিষ্ঠ মামার মনে হলো, এবার তিনি আসলেই একটা উত্তম কর্ম করতে পারবেন।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা