১. কোন শতক থেকে বাংলার জনপদগুলোর নাম জানা যায়?
ক. ২য় শতক খ. ৩য় শতক
গ. ৪র্থ শতক ঘ. ৫ম শতক
২. বাংলাদেশের অবস্থান কোথায়?
ক. এশিয়া মহাদেশের দক্ষিণে
খ. এশিয়া মহাদেশের উত্তরে
গ. এশিয়া মহাদেশের পূর্বে
ঘ. এশিয়া মহাদেশের পশ্চিমে
৩. পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায়—
i. জীবনধারায়
ii. আচার-আচরণে
iii. সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. সপ্তম শতকে কাকে ‘গৌড়রাজ’ বলা হতো?
ক. শশাঙ্ককে খ. বিক্রমাদিত্যকে
গ. অশোককে ঘ. নারায়ণকে
৫. প্রাচীন পুঁথিতে মগধ ও কলিঙ্গ জনপদের প্রতিবেশী বলা হয়েছে কোন জনপদকে?
ক. গৌড় খ. বঙ্গ
গ. পুণ্ড্র ঘ. সমতট
৬. উত্তরবঙ্গের জনপদ কোনটি?
ক. গৌড় খ. বঙ্গ
গ. বরেন্দ্র ঘ. হরিকেল
৭. সমতটের রাজধানী কোথায় ছিল?
ক. বরিশাল খ. পুণ্ড্র
গ. বড় কামতা ঘ. বগুড়া
৮. প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোনটি প্রাচীর বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ ছিল?
ক. পুণ্ড্র খ. বঙ্গ
গ. গৌড় ঘ. হরিকেল
৯. হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল কোন জনপদ?
ক. তাম্রলিপ্ত খ. বরেন্দ্র
গ. নওগাঁ ঘ. সমতট
১০. সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত?
ক. পাবনা খ. ঢাকা
গ. নওগাঁ ঘ. রংপুর
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.গ ২.ক ৩.ঘ ৪.ক ৫.খ ৬.গ ৭.গ ৮.ক ৯.ক ১০.গ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা