পর্ব-৫৬

সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৫৬) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

খেলাধুলা সম্পর্কিত

প্রশ্ন: ফিফা বিশ্বকাপ–২০২২ সালের সবচেয়ে দামি দল কোনটি?

উত্তর: ইংল্যান্ড (বাজারমূল্য ১২৬ কোটি ইউরো)।

প্রশ্ন: ফুটবল ইতিহাসে ‘দ্য ফেনোমেনন’ বলা হয় কাকে?

উত্তর: রোনালদো (ব্রাজিল)।

প্রশ্ন: টেস্ট ক্রিকেটে সর্বাধিক (৮০০টি) উইকেটশিকারি বোলার কে?

উত্তর: মুত্তিয়া মুরালিধরন।

প্রশ্ন: ২০২৪ সালে পরবর্তী ৩৩তম অলিম্পিক কোথায় হবে?

উত্তর: প্যারিস।

প্রশ্ন: ফিফার সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?

উত্তর: ২১১টি।

প্রশ্ন: কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে কতটি দেশ লড়েছিল?

উত্তর: ৮০টি দেশ

প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলের প্রথম গোল কার?

উত্তর: ফ্রান্সের লুসিয়েন লরেন্ত (১৩ জুলাই ১৯৩০)।

প্রশ্ন: অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে ২০২২ সালের চ্যাম্পিয়ন কোন দেশ?

উত্তর: ভারত।

প্রশ্ন: ফিফার বর্তমান সভাপতি কে?

উত্তর: জিয়ান্নি ইনফান্তিনো।

প্রশ্ন: ফিফা বিশ্বকাপ–২০২২–এ কয়টি দল খেলেছে?

উত্তর: ৩২টি দল।

প্রশ্ন: বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সালে চ্যাম্পিয়ন কে?

উত্তর: অস্ট্রেলিয়া।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?

উত্তর: কাবাডি।

প্রশ্ন: কাবাডির প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে?

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা