দশম শ্রেণির পড়াশোনা
৬১. পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি?
ক. C2H2O খ. C3H4O3
গ. CH৪O ঘ. C৪H৪O
৬২. গ্লুকোজের সংকেত কোনটি?
ক. C6H6O6 খ. C6H12O6
গ. C6HO6 ঘ. C6H12O
৬৩. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে নির্গত হয় কোনটি?
ক. শর্করা খ. কার্বন
গ. অক্সিজেন ঘ. ইথানল
৬৪. প্রতি মোল ATP অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত শক্তি জমা থাকতে পারে?
ক. ৭.৩ কিলোক্যালরি
খ. ৮.৩ কিলোক্যালরি
গ. ৯.৩ কিলোক্যালরি
ঘ. ৯.৫ কিলোক্যালরি
৬৫. গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে?
ক. নিউক্লিয়াসে খ. সাইটোপ্লাজমে
গ. প্রোটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৬৬. কোন বয়সী পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে?
ক. কচি পাতায় খ. সবুজ পাতায়
গ. বৃদ্ধবয়সী ঘ. মধ্যবয়সী
৬৭. আত্তীকরণ শক্তি হলো—
i. ATP
ii. GTP
iii. NADPH2
নিচের কোনটি সঠিক—
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮. গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
ক. অ্যাসিটাইল কো-এ
খ. রাইবুলোজ
গ. পাইরুভিক অ্যাসিড
ঘ. গ্লুকোজ
৬৯. জীবের দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের প্রধান কৌশলকে কী বলে?
ক. জৈবশক্তি খ. জীবনীশক্তি
গ. রাসায়নিক শক্তি ঘ. সৌরশক্তি
৭০. শক্তির মূল উৎস কী?
ক. বায়োএনার্জি খ. শর্করা
গ. ATP ঘ. সূর্য
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬১.খ ৬২.খ ৬৩.গ ৬৪.ক ৬৫.খ ৬৬.ঘ ৬৭.খ ৬৮.গ ৬৯.খ ৭০.ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা