বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ৪ | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - অষ্টম শ্রেণি

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১১. স্প্রেডশিট প্রোগ্রামের ব্যবহার দিন দিন কী হচ্ছে?

ক. বাদ হয়ে যাচ্ছে

খ. জনপ্রিয় হয়ে উঠছে

গ. কমে যাচ্ছে

ঘ. বন্ধ হয়ে যাচ্ছে

১২. একটি ওয়ার্কবুকে কতটি ওয়ার্কশিট থাকে?

ক. ২টি খ. ৫টি

গ. ৭টি ঘ. অনেকগুলো

১৩. স্প্রেডশিট কী ধরনের প্রোগ্রাম?

ক. অপারেটিং সিস্টেম

খ. ডেটাবেজ প্রোগ্রাম

গ. সিস্টেম সফটওয়্যার

ঘ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

১৪. স্প্রেডশিট কেন ব্যবহার করা হয়?

ক. বিজ্ঞপ্তি দেওয়ার জন্য

খ. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য

গ. লেখার জন্য

ঘ. ছবি আঁকার জন্য

১৫. কোন কোম্পানি প্রথম ভিসিক্যালক স্প্রেডশিট সফটওয়্যার উদ্ভাবন করে?

ক. এইচপি কোম্পানি

খ. ম্যাকিনটোশ কোম্পানি

গ. অ্যাপল কোম্পানি

ঘ. আইবিএম কোম্পানি

১৬. স্প্রেডশিট কী?

ক. কম্পিউটার গ্রাফিকস

খ. অ্যাপ্লিকেশন প্রোগ্রাম

গ. ছোট ছোট ঘরের হিসাব

ঘ. একধরনের প্রোগ্রাম

১৭. ভিসিক্যালক স্প্রেডশিট কত সালে উদ্ভাবিত হয়?

ক. ষাটের দশকের শেষের দিকে

খ. সত্তরের দশকের শেষের দিকে

গ. আশির দশকের শেষের দিকে

ঘ. নব্বইয়ের দশকের শেষের দিকে

১৮. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম কোনটি?

ক. লোটাস-১২৩

খ. মাইক্রোসফট এক্সেল

গ. ভিসিক্যালক

ঘ. ওপেন অফিস

১৯. Kspread কী?

ক. স্প্রেডশিট সফটওয়্যার

খ. ডেটাবেজ প্রোগ্রাম

গ. ওয়ার্ড প্রোগ্রাম

ঘ. প্রেজেন্টেশন সফটওয়্যার

২০. ওপেন অফিসের স্প্রেডশিট প্রোগ্রাম নিচের কোনটি?

ক. এক্সেল খ. ক্যালক

গ. লোটাস ঘ. কোয়াট্রো প্রো

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.খ ১২.ঘ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.খ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা