২১. প্রশ্ন: পাখির গান আমাদের মন কাড়িয়া লয়।
উত্তর: পাখির গান আমাদের মন কেড়ে নেয়।
২২. প্রশ্ন: রাখাল দুঃখ পাইলেন।
উত্তর: রাখাল দুঃখ পেলেন।
২৩. প্রশ্ন: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হইয়াছে।
উত্তর: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হয়েছে।
২৪. প্রশ্ন: সুচের যন্ত্রণায় রাজা কষ্ট পাইতেছেন।
উত্তর: সুচের যন্ত্রণায় রাজা কষ্ট পাচ্ছেন।
২৫. প্রশ্ন: তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকাইয়া উঠল।
উত্তর: তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল।
২৬. প্রশ্ন: জল কোথায় পাইতে পারি?
উত্তর: জল কোথায় পেতে পারি?
২৭. প্রশ্ন: মানুষ ঘাসফুল পিষিয়া ফেলিতেছে।
উত্তর: মানুষ ঘাসফুল পিষে ফেলছে।
২৮. প্রশ্ন: ফুল ছিঁড়িয়া ফেলিতেছে।
উত্তর: ফুল ছিঁড়ে ফেলছে।
২৯. প্রশ্ন: নদীর অন্যদিকে বিশাল চর পড়িতেছে।
উত্তর: নদীর অন্যদিকে বিশাল চর পড়ছে।
৩০. প্রশ্ন: গ্রাম আর রাস্তাঘাট ভাঙিতেছে।
উত্তর: গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা