অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | আমাদের লোকশিল্প - বহুনির্বাচনি প্রশ্ন ( ১১- ২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

আমাদের লোকশিল্প

১১. মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল কোনটি?

ক. হাতির দাঁতের শীতলপাটি

খ. মসলিন

গ. নকশিকাঁথা

ঘ. জামদানি

১২. জামদানি শাড়ির জন্য কোনটি প্রয়োজনীয়?

ক. উচ্চ তাপমাত্রা

খ. আর্দ্রতা

গ. নদীর পানি

ঘ. বৃষ্টির পানি

১৩. আমাদের লোকশিল্প দেশে দেশে কিসের সম্পর্ক গড়ে তুলবে?

ক. ঐতিহ্যের খ. আর্থিক

গ. হৃদয়ের ঘ. সৌন্দর্যের

১৪. কোনটি তৈরি করা আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ?

ক. নকশিকাঁথা

খ. পোড়ামাটির ফলক

গ. কাপড়ের পুতুল

ঘ. হাতপাখা

১৫. আমাদের দেশে কোন শিল্পের সৃজনশীল নমুনা পাওয়া যায়?

ক. বেত খ. বাঁশ

গ. সোলা ঘ. কাঠ

১৬. মসলিনের ঐতিহ্য লালন করছে কোনটি?

ক. জামদানি শাড়ি

খ. নকশিকাঁথা

গ. টেপা পুতুল

ঘ. শীতলপাটি

১৭. কোন জেলা শীতল পাটির জন্য বিখ্যাত?

ক. কুমিল্লা

খ. সিলেট

গ. নোয়াখালী

ঘ. ঝালকাঠি

১৮. বর্তমানে বিলুপ্তপ্রায় শিল্পটির কদর বাড়ার কারণ কী?

ক. আধুনিকতা খ. শৌখিনতা

গ. প্রাচুর্য ঘ. উপযোগিতা

১৯. বর্তমানে লোকশিল্পের অবস্থা সংকটাপন্ন কেন?

ক. বিজ্ঞানের জয়যাত্রার কারণে

খ. বিলাসিতার ফলে

গ. যান্ত্রিক সভ্যতার কারণে

ঘ. মানুষের অলসতার ফলে

২০. ‘মসলিন কাপড় বুনবার জন্য শিল্পীমন থাকাও প্রয়োজন’ এখানে ‘শিল্পীমন’ বলতে কী বোঝায়?

ক. সৌন্দর্যবোধ খ. আন্তরিকতা

গ. অভিজ্ঞতা ঘ. সময়নিষ্ঠা

সঠিক উত্তর

আমাদের লোকশিল্প: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.গ ২০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা