৯. একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোনো জাতিকে বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তিটি ঘটে?
ক. সংকর খ. গুণগত
গ. অতিব্যাপক ঘ. উল্লম্ফন
১০. একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলে নিচের কোনটি হবে?
ক. দ্বিকোটিক বিভাগ খ. গুণগত বিভাগ
গ. অঙ্গগত বিভাগ ঘ. অতিব্যাপক বিভাগ
১১. দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করা হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
১২. যদি একটি আমকে রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি অংশে বিভক্ত করা হয়, তাহলে কোন ধরনের অনুপপত্তি ঘটে?
ক. অঙ্গগত বিভাগ
খ. গুণগত বিভাগ
গ. অব্যাপক বিভাগ
ঘ. অতিব্যাপক বিভাগ
১৩. ‘সভ্যতা’কে মূলসূত্র ধরে মানুষ শ্রেণিকে কয়টি উপশ্রেণিতে ভাগ করা যায়?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১৪. যৌক্তিক বিভাগে একই সময়ে একটিমাত্র মূলসূত্র গ্রহণ না করলে কোন বিভাগ অনুপপত্তি ঘটে?
ক. অঙ্গগত খ. গুণগত
গ. সংকর ঘ. উল্লম্ফন
সঠিক উত্তর
অধ্যায়–২: ৯.ক ১০.ক ১১.ক ১২.খ ১৩.খ ১৪.গ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা