১১. মহীঢালের গভীরতা কত?
ক. ২০০ থেকে ৩০০০ মি.
খ. ২০০ থেকে ৪০০০ মি.
গ. ৩০০ থেকে ৫০০০ মি.
ঘ. ৪০০ থেকে ৬০০০ মি.
১২. গভীর সমুদ্রের সমভূমির গভীরতা কত মিটার?
ক. ৪৮০০ মিটার খ. ৪৯০০ মিটার
গ. ৫০০০ মিটার ঘ. ৫২০০ মিটার
১৩. পৃথিবীর গভীরতম খাত কোনটি?
ক. পোর্টোরিকো খাত
খ. ম্যারিয়ানা খাত
গ. শুন্ডা খাত
ঘ. গুয়াম খাত
১৪. পোর্টোরিকো খাত কোথায় অবস্থিত?
ক. ভারত সাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. জাপান সাগরে
১৫. পৃথিবীর গভীরতম খাতের গভীরতা কত?
ক. ১০৮৭০ মিটার খ. ১০৮৮০ কিমি
গ. ১১৮৮০ মাইল ঘ. ১২৫৩৮ কিমি
১৬. প্রশান্ত মহাসাগরের আয়তন কত বর্গকিমি?
ক. ৬ কোটি ১৬ লাখ
খ. ৮ কোটি ২৪ লাখ
গ. ১৬ কোটি ৬০ লাখ
ঘ. ২৪ কোটি ৮ লাখ
১৭. তাপমাত্রার তারতম্য অনুসারে সমুদ্রস্রোতকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৮. সমুদ্রের জলরাশির নিয়মিত ফুলে ওঠাকে কী বলে?
ক. জোয়ার খ. ভাটা
গ. স্ফীতকরণ ঘ. স্থিতিস্থাপকতা
১৯. সমুদ্রের পানির নিয়মিত নেমে যাওয়াকে কী বলে?
ক. জোয়ার খ. ভাটা
গ. হ্রাসকরণ ঘ. স্থিতিস্থাপকতা
২০. মহাবিশ্বের দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণকে কী বলে?
ক. আকর্ষণ খ. মহাকর্ষ
গ. অভিকর্ষ ঘ. কেন্দ্রাতিগ বল
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১১.ক ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.গ ১৭.ক ১৮.ক ১৯.খ ২০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা