The following conversation is among (কয়েকজনের মধ্যে) the three friends. In pairs/groups read the conversation (কথোপকথনটি) and identify (শনাক্ত করো) the given sentences as true or false. If false, discuss the correct answer.
তিন বন্ধুর মধ্যে হওয়া নিচের কথোপকথনটি দলগতভাবে অথবা জোড়ায় জোড়ায় পড়ো এবং নিচে থাকা বাক্যগুলো সত্য অথবা মিথ্যা কি না, তা শনাক্ত করো। যদি মিথ্যা হয়, তবে সঠিক উত্তরটি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো।
Noha: Hello friends!
Navid: Hi!
Nira: Hello, what’s up? (খবর কী?)
Noha: Do you think to be best friends we
need to be similar (একই রকম) in every way?
Navid: I don’t think so. As my favourite thing is riding (আরোহণপূর্বক গমন) a bicycle, What’s yours, Noha?
Noha: I love reading science fiction (কল্পকাহিনি)।
Nira: My favourite (প্রিয়)) thing is to play with my pet (পোষা প্রাণী)।
Navid: See, differences (পার্থক্যসমূহ) are not a barrier (বাধা) to friendship. Our uniqueness (অনন্যতা) is the beauty of our friendship.
নোহা: হ্যালো বন্ধুরা!
নাভিদ: হাই!
নীরা: হ্যালো, কী খবর?
নোহা: তুমি কি মনে করো সেরা বন্ধু হতে হলে
আমাদের সব দিক থেকে একই রকম হতে হবে?
নাভিদ: আমি তা মনে করি না। যেহেতু আমার প্রিয়
জিনিস সাইকেল চালানো, তোমার কী, নোহা?
নোহা: আমি সায়েন্স ফিকশন পড়তে ভালোবাসি।
নীরা: আমার প্রিয় জিনিস হলো আমার পোষা প্রাণীর সঙ্গে খেলা।
নাভিদ: দেখ, পার্থক্য বন্ধুত্বে বাধা নয়। আমাদের অনন্যতা আমাদের বন্ধুত্বের সৌন্দর্য।
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা