পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. বোরো মৌসুমে চাষ হয় এমন ধানের জাত কয়টি?
ক. ১০টি খ. ১৬টি
গ. ১৫টি ঘ. ২০টি
২২. বীজতলায় বপনের জন্য বাছাই করতে হবে—
i. পরিষ্কার বীজ ii. সুস্থ বীজ
iii. পুষ্ট বীজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. বীজতলার জমি কেমন হওয়া প্রয়োজন?
ক. সমতল খ. ভেজা
গ. উর্বর ঘ. শুকনা
২৪. আউশ ধানের অঙ্কুর বের হওয়ার জন্য কত সময় প্রয়োজন?
ক. ২৪ ঘণ্টা খ. ৪৮ ঘণ্টা
গ. ৩ দিন ঘ. ৭ দিন
২৫. আমন ধানের অঙ্কুর বের হওয়ার জন্য কত সময় প্রয়োজন?
ক. ২৪ ঘণ্টা খ. ৪৮ ঘণ্টা
গ. ৫ দিন ঘ. ৭ দিন
২৬. সম্পূর্ণভাবে সেচের ওপর নির্ভরশীল কোন ধান?
ক. আমন খ. আউশ
গ. বোরো ঘ. উফশী
২৭. ধানের জমিতে আগাছা পরিষ্কার কতবার করতে হয়?
ক. ১ বার খ. ৩ বার
গ. ৫ চার ঘ. ৮ বার
২৮. ধানখেতের আগাছার উপদ্রব হয়—
i. আরাইল
ii. শ্যামা
iii. দুধসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. অধিক পাকা অবস্থায় ধান কাটলে—
i. অনেক ধান ঝরে যায়
ii. শীষ ভেঙে যায়
iii. লেদা পোকার আক্রমণ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ধান ঠিক মতো পেকেছে বলে বিবেচিত হবে—
i. শীষের নিচের অংশের ২০ শতাংশ আংশিক শক্ত ও স্বচ্ছ
ii. শীষের ওপরের দিকে ৮০ শতাংশ ধানের চাল শক্ত ও স্বচ্ছ
iii. পুরো শীষের ধানের চাল শক্ত ও স্বচ্ছ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.ক
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়