প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, ২, ৩, ৫, ৬, ৭, ৯ ও ১০ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
১. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. তথ্যব্যবস্থা খ. অর্থব্যবস্থা
গ. রূপান্তর ব্যয় ঘ. সমাজব্যবস্থা
২. আধুনিক হিসাববিজ্ঞানের জনক কে?
ক. এল সি ক্রোপার খ. এ ডব্লিউ জনসন
গ. লুকা প্যাসিওলি ঘ. আর এন কাটার
৩. সরকারের রাজস্ব আদায়ের উদ্দেশ্য কী?
ক. উন্নয়নমূলক কাজের জন্য
খ. সমাজসেবার জন্য
গ. বিশ্বায়নের জন্য
ঘ. হিসাবের জন্য
৪. আধুনিক যুগে মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে কোনটি?
ক. তথ্য ব্যবহারকারী খ. হিসাবরক্ষণ
গ. হিসাববিজ্ঞান ঘ. হিসাব সমীকরণ
৫. লুকা প্যাসিওলি কী ছিলেন?
ক. একজন বিজ্ঞানী খ. একজন জ্যোতির্বিদ
গ. একজন দার্শনিক ঘ. একজন গণিতবিদ
৬. হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী নয় কোন জন?
ক. ব্যবস্থাপক খ. ঋণপ্রদানকারী
গ. পাওনাদার ঘ. কর্মচারী
৭. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা?
ক. বিদ্যুতের পর্যাপ্ত ব্যবহার করা
খ. যন্ত্রপাতির ব্যয় কমানো
গ. গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ঘ. মুনাফা অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করা
৮. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তনের কারণ কীভাবে নির্ণয় করা যায়?
ক. পরিদর্শন করে
খ. লিপিব্ধ, শ্রণিবদ্ধ ও ব্যাখ্যাকরণের মাধ্যমে
গ. গবেষক নিয়োগের মাধ্যমে
ঘ. নিরীক্ষক নিয়োগ দিয়ে
৯. লেনদেনগুলোকে লিপিবদ্ধ করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করার মূল উদ্দেশ্য কী?
ক. সঠিক আর্থিক অবস্থা নির্ণয় করা
খ. ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা
গ. জালিয়াতি রোধ করা
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ করা
১০. ‘ব্যবসায়ের ভাষা’ বলা হয় কোনটিকে?
ক. হিসাব তথ্যকে
খ. হিসাববিজ্ঞানকে
গ. নগদ প্রবাহ বিবরণীকে
ঘ. আর্থিক অবস্থার বিবরণীকে
১১. হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?
ক. আর্থিক অবস্থা জানতে সহায়তা করায়
খ. ব্যবসায়ের সব তথ্য পরিবেশন করায়
গ. আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে সংরক্ষণের কারণে
ঘ. ব্যবসায়ের মুনাফা বৃদ্ধিতে সহায়ক বলে
১২. হিসাববিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কে?
ক. মালিক খ. শেয়ারহোল্ডার
গ. সরকার ঘ. ব্যবস্থাপক
১৩. হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কী?
ক. ব্যয় হ্রাস
খ. প্রতারণা ও জালিয়াতি রোধ
গ. লাভ-ক্ষতির পরিমাণ নির্ধারণ
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ
১৪. প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয় কিসের মাধ্যমে?
ক. দায়হ্রাসের মাধ্যমে
খ. ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
গ. মালিকানাস্বত্ব বৃদ্ধির মাধ্যমে
ঘ. প্রতারণা ও জালিয়াতি প্রতিরোধে
১৫. আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে খ. ভারতবর্ষে
গ. ইতালিতে ঘ. যুক্তরাষ্ট্রে
১৬. হিসাববিজ্ঞানের ইতিহাস কেমন?
ক. একটি নতুন বিষয়
খ. বিজ্ঞানের আবিষ্কার
গ. প্রাচীন ও বৈচিত্র্যময়
ঘ. সমাজবিজ্ঞানের একটি নতুন অবদান
১৭. আধুনিক হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয় কখন?
ক. দ্বাদশ শতাব্দীতে
খ. চতুর্দশ শতাব্দীতে
গ. পঞ্চদশ শতাব্দীতে
ঘ. সপ্তদশ শতাব্দীতে
১৮. সরকারের আয়ের উত্সগুলো হলো—
i. ভ্যাট
ii. কাস্টমস ডিউটি
iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯. হিসাববিজ্ঞানের দুই তরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল?
ক. ১৪৮৪ সালে খ. ১৩৯৩ সালে
গ. ১৪৪৯ সালে ঘ. ১৪৯৪ সালে
২০. সভ্যতার সূচনালগ্নে মানুষ হিসাব রাখত কীভাবে?
ক. গাছের পাতা জমিয়ে
খ. পাথরে চিহ্ন দিয়ে
গ. মাটির দেয়ালে রং দিয়ে
ঘ. মাটিতে গর্ত করে
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ক ২.গ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.খ ৯.ক ১০.খ ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ঘ ২০.খ
১. লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. দেনা-পাওনা খ. লাভ-ক্ষতি
গ. গ্রহণ ও প্রদান ঘ. আয়-ব্যয়
২. হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি?
ক. জাবেদাভুক্তকরণ
খ. খতিয়ানভুক্তকরণ
গ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
ঘ. লেনদেন
৩. সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়?
ক. অনার্থিক ঘটনার
খ. লেনদেনের
গ. জবাবদিহির
ঘ. মূল্যবোধের
৪. লেনদেনের উত্স কোনটি?
ক. ব্যবসায় প্রতিষ্ঠান
খ. অব্যবসায়ী প্রতিষ্ঠান
গ. আর্থিক পরিকল্পনা
ঘ. আর্থিক ঘটনা
৫. লেনদেন বলতে কী বোঝায়?
ক. দেনা–পাওনা
খ. একটি হিসাব
গ. পণ্য হিসাব
ঘ. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা
৬. লেনদেনের উত্পত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
গ. আদান-প্রদান থেকে
ঘ. প্রাপ্তি ও প্রদান থেকে
৭. কোনটি ব্যবসায়িক লেনদেন হওয়ার জন্য আবশ্যক?
ক. যেকোনো ঘটনা
খ. আয়সংশ্লিষ্ট ঘটনা
গ. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা
ঘ. খরচসংশ্লিষ্ট ঘটনা
৮. ‘প্রতিটি লেনদেনেই দুটি পক্ষ থাকতে হবে’—এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য?
ক. দৃশ্যমানতা খ. স্বয়ংসম্পূর্ণ
গ. দ্বৈতসত্তা ঘ. স্বতন্ত্র
৯. প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
১০. যেসব আর্থিক ঘটনা পূর্বে সংঘটিত হয়েছে, তাকে কী বলে?
ক. দৃশ্যমান ঘটনা
খ. অদৃশ্যমান ঘটনা
গ. ঐতিহাসিক ঘটনা
ঘ. স্বয়ংসম্পূর্ণ ঘটনা
১১. ঘটনা লেনদেন হতে হলে কী দ্বারা পরিমাপযোগ্য?
ক. চেক দ্বারা খ. অর্থের অঙ্ক
গ. বিনিময় বিল ঘ. প্রদেয় বিল
১২. কোনটি অদৃশ্যমান লেনদেনের উদাহরণ?
ক. সাধারণ সঞ্চিত খ. বাট্টা সঞ্চিতি
গ. কুঋণ ঘ. অবচয়
১৩. একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে?
ক. ১টি খ.২টি
গ. ৩টি ঘ. ৪টি
১৪. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কিসের বৈশিষ্ট্য?
ক. লেনদেনের খ. জাবেদার
গ. খতিয়ানের ঘ. হিসাবের
১৫. লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য কতটি?
ক. ৫টি খ. ৭টি
গ. ৯টি ঘ. ১১টি
১৬. লেনদেনের দ্বৈত সত্তা বলতে কী বোঝায়?
ক. দুটি ডেবিট ও ক্রেডিট
খ. দুবার হিসাব লিখন
গ. দুটি পক্ষ বা দুটি খাত
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
১৭. পূর্বে ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে কী বলে?
ক. ঐতিহাসিবক ঘটনা
খ. ভবিষ্যৎ ঘটনা
গ. অদৃশ্যমান ঘটনা
ঘ. দৃশ্যমান ঘটনা
১৮. লেনদেন হতে পারে—
i. দৃশ্যমান
ii. অদৃশ্যমান
iii. ঐতিহাসিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. লেনদেন বলতে বোঝায়—
i. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা
ii. আর্থিক অবস্থার পরিবর্তন করে এমন ঘটনা
iii. দুটি পক্ষ আছে এমন ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. হিসাব সমীকরণ অনুযায়ী মালিকানা স্বত্বকে প্রভাবিত করার উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.গ ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.ঘ ১৯.ঘ ২০.খ
১. হিসাববিজ্ঞানের দু’তরফা দাখিলা পদ্ধতি কত সালে উদ্ভাবিত হয়েছিল?
ক. ১৩৯৪ সালে খ. ১৪৪৯ সালে
গ. ১৪৮৪ সালে ঘ. ১৪৯৪ সালে
২. কোন ক্ষেত্রে দু’তরফা দাখিলা পদ্ধতির কোনো বিকল্প নেই?
ক. লেনদেন শনাক্তকরণে
খ. লেনদেন লিপিবদ্ধকরণে
গ. ব্যবসায়ের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে
ঘ. ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য
৩. লুকা প্যাসিওলি হিসাবরক্ষণের কোন পদ্ধতিটি বর্ণনা করেন?
ক. বিশেষ দাখিলা পদ্ধতি
খ. একতরফা দাখিলা পদ্ধতি
গ. দু’তরফা দাখিলা পদ্ধতি
ঘ. বিশেষ হিসাব পদ্ধতি
৪. ব্যবসায়ের সঠিক ফলাফল ও প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য আদর্শ পদ্ধতি কোনটি?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. বিশেষ দাখিলা পদ্ধতি
গ. দু’তরফা দাখিলা পদ্ধতি
ঘ. বিশেষ হিসাব পদ্ধতি
৫. দ্বৈত সত্তা বলতে কী বোঝায়?
ক. দুটি পক্ষই গ্রহীতা
খ. দুটি পক্ষই দাতা
গ. দুটি সত্তা বা মালিক
ঘ. দুটি পক্ষ বা হিসাব
৬. আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি কোনটি?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দু’তরফা দাখিলা পদ্ধতি
গ. মিশ্র দাখিলা পদ্ধতি
ঘ. বিশেষ দাখিলা পদ্ধতি
৭. বর্তমানে হিসাবের ভিত্তি হলো—
i. উত্পাদন ব্যয় হিসাব পদ্ধতি
ii. একতরফা দাখিলা পদ্ধতি
iii. দু’তরফা দাখিলা পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
৮. নিচের কোনটি দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি?
ক. ব্যয় নিয়ন্ত্রণ
খ. বিজ্ঞানসম্মত প্রয়োগ
গ. দ্বৈত সত্তা
ঘ. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
৯. দু’তরফা দাখিলা হিসাব পদ্ধতিতে নিচের কোন বৈশিষ্ট্যটি প্রযোজ্য?
ক. দ্বৈত সত্তার
খ. ব্যয় নিয়ন্ত্রণের
গ. সহজ প্রয়োগের
ঘ. পরিপূর্ণ হিসাবের
১০. দু’তরফা দাখিলা পদ্ধতিতে কোন পক্ষকে ডেবিট করা হয়?
ক. সুবিধা গ্রহণকারী
খ. সুবিধা প্রদানকারী
গ. অর্থ গ্রহণকারী
ঘ. পণ্য সরবরাহকারী
১১. দু’তরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান।—এই ধারণা কিসের ভিত্তি?
ক. হিসাববিজ্ঞানের ভিত্তি
খ. হিসাবরক্ষণের ভিত্তি
গ. হিসাব সমীকরণের ভিত্তি
ঘ. উত্পাদন ব্যয়ের ভিত্তি
১২. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?
ক. সমান অঙ্কের আদান-প্রদান
খ. সামগ্রিক ফলাফল
গ. সর্বজনীন স্বীকৃতি
ঘ. ডেবিট–ক্রেডিট নির্ণয়
১৩. দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?
ক. গাণিতিক শুদ্ধতা যাচাই
খ. আর্থিক অবস্থা নিরূপণ
গ. ডেবিট–ক্রেডিট নির্ণয়
ঘ. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ
১৪. দু’তরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে কী বলা হয়?
ক. ডেবিটর খ. ক্রেডিটর
গ. মোট লাভ ঘ. মোট লোকসান
১৫. নিচের কোন উক্তিটি সঠিক?
ক. সম্পদ ও দায়ের হ্রাস-বৃদ্ধি বিপরীতমুখী
খ. মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান একই অর্থবোধক
গ. রেভিনিউ মালিকানা স্বত্ব হ্রাস ঘটায়
ঘ. মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের জন্য একধরনের দায়
১৬. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি?
ক. গাণিতিক শুদ্ধতা যাচাই
খ. দ্বৈত সত্তা
গ. সামগ্রিক ফলাফল
ঘ. ডেবিট ও ক্রেডিট করা
১৭. দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
ক. ৪টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১০টি
১৮. কে সুবিধা গ্রহণকারী?
ক. পাওনাদার খ. ব্যাংক
গ. দেনাদার ঘ. মালিক
১৯. নিচের কোনটি দু’তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য?
ক. আর্থিক অবস্থা নিরূপণ
খ. ব্যয় নিয়ন্ত্রণ
গ. সামগ্রিক ফলাফল নিরূপণ
ঘ. সঠিক কর নির্ধারণ
২০. হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার অঙ্কের সমান হওয়ার
কারণ কী?
ক. মোট দায় = মোট সম্পদ
খ. মোট সম্পদ = মোট মুনাফা
গ. মোট মুনাফা = মোট ক্ষতি
ঘ. মোট দায় = মালিকানা স্বত্ব
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ঘ ২.ঘ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.গ ৮.গ ৯.ক ১০.ক ১১.গ ১২.গ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.গ ২০.ক
১. প্রতিষ্ঠানের প্রতিটা খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়?
ক. হিসাব খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
২. হিসাব কত প্রকার?
ক. ৩ প্রকার খ. ৪ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৬ প্রকার
৩. অফিসের জন্য ঘড়ি ক্রয় করলে কোন হিসাবটি ডেবিট হবে?
ক. অফিস সরঞ্জাম খ. অফিস সাপ্লাইজ
গ. মনিহারি ঘ. ক্রয়
৪. কোন হিসাবের ডেবিট ও ক্রেডিট ব্যালেন্স উভয়ই আছে?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. সম্পদ হিসাব
গ. নগদান হিসাব
ঘ. দায় হিসাব
৫. ব্যয়সায়ে ব্যবহারের জন্য টেবিল ও চেয়ার ক্রয় করলে কোন হিসাব ডেবিট হয়?
ক. অফিস সরঞ্জাম খ. অফিস সাপ্লাইজ
গ. ক্রয় ঘ. আসবাবপত্র
৬. কোনটি অন্য তিনটি হতে আলাদা?
ক. শিক্ষানবিশ সেলামি
খ. শিক্ষানবিশ ভাতা
গ. বিমা সেলামি
গ. খাজনা ও কর
৭. নিচের কোনটি অফিস সাপ্লাইজ হিসাব?
ক. এসি খ. প্রিন্টার
গ. কম্পিউটার ঘ. ঘড়ি
৮. সঞ্চিতি কোন ধরনের হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. মালিকানাস্বত্ব হিসাব
৯. বিলম্বিত বিজ্ঞাপন কোন প্রকার হিসাব?
ক. আয়বাচক খ. ব্যয়বাচক
গ. ব্যক্তিবাচক ঘ. সম্পত্তিবাচক
১০. উত্তোলন হিসাব কী করে?
ক. সম্পদ হিসাব বৃদ্ধি করে
খ. স্বত্বাধিকার হ্রাস করে
গ. স্বত্বাধিকার বৃদ্ধি করে
ঘ. নগদ বৃদ্ধি করে
১১. বাকিতে কলকবজা ক্রয়ের ফলাফল কোনটি?
ক. সম্পদ বৃদ্ধি ব্যয় বৃদ্ধি
খ. সম্পত্তি বৃদ্ধি দায় বৃদ্ধি
গ. ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
ঘ. দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি
১২. বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?
ক. আয় হিসাব খ. ব্যয় হিসাব
গ. দায় হিসাব ঘ. সম্পদ হিসাব
১৩. অগ্রিম প্রদত্ত বিমা সেলামি ব্যবসায়ের জন্য কী হিসেবে ব্যবহৃত হয়?
ক. দায় খ. মুনাফা
গ. সম্পদ ঘ. ব্যয়
১৪. বিনিয়োগ কী ধরনের হিসাব?
ক. সম্পদ হিসাব খ. আয় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. দায় হিসাব
১৫. সুনাম হিসাব কী ধরনের হিসাব?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. ব্যয় হিসাব
গ. সম্পদ হিসাব
ঘ. দায় হিসাব
১৬. কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
ক. বিজ্ঞাপন খ. শিক্ষানবিশ সেলামি
গ. উপভাড়া ঘ. প্রাপ্ত কমিশন
১৭. উত্তোলন কোন শ্রেণির হিসাব?
ক. মালিকানাস্বত্ব খ. ব্যয়
গ. আয় ঘ. দায়
১৮. কোনটি দায় হিসাব?
ক. পাওনাদার খ. দেনাদার
গ. মূলধন ঘ. উত্তোলন
১৯. কোনটি অনুপার্জিত আয়?
ক. কমিশন
খ. প্রাপ্য কমিশন
গ. প্রাপ্ত কমিশন
ঘ. অগ্রিম প্রাপ্ত কমিশন
২০. অফিসের ব্যবহারের জন্য পিন, কালি-কলম, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করা হবে?
ক. অফিস সাপ্লাইজ হিসাব
খ. অফিস সরঞ্জাম হিসাব
গ. মনিহারি হিসাব
ঘ. ক্রয় হিসাব
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ক ২.গ ৩.ঘ ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.গ
১. জাবেদার বিকল্প নাম কী?
ক. শনাক্তকরণ খ. লিপিবদ্ধকরণ
গ. শ্রেণীবদ্ধকরণ ঘ. সংক্ষিপ্তকরণ
২. ক্রয় বইতে লেখা হয় কোনটি?
ক. নগদ ক্রয় খ. ধারে ক্রয়
গ. নগদ ও ধারে ক্রয় গ. বিক্রয় ফেরত
৩. প্রকৃত জাবেদায় কোন ধরনের লেনদেন লেখা হয়?
ক. সমাপনী দাখিলা
খ. ধারে ক্রয়
গ. ধারে বিক্রয়
ঘ. বিক্রয় ফেরত
৪. মালিকের ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায় থেকে পণ্য উত্তোলনের সঠিক জাবেদা হলো—
ক. নগদান হিসাব ডে. উত্তোলন হিসাব ক্রে.
খ. উত্তোলন হিসাব ডে. উত্তোলন হিসাব ক্রে.
গ. নগদ হিসাব ডে. ক্রয় হিসাব ক্রে.
ঘ. উত্তোলন হিসাব ডে. ক্রয় হিসাব ক্রে.
৫. ধারে কোনো সম্পত্তি ক্রয় করা হলে তা
লেখা হয়—
ক. জাবেদায় খ. খতিয়ানে
গ. প্রকৃত জাবেদায় ঘ. ক্রয় বইতে
৬. চেক মারফত কোনো পাওনা আদায় হলে কোন হিসাব ডেবিট হয়?
ক. ব্যাংক হিসাব
খ. নগদান হিসাব
গ. দেনাদার হিসাব
ঘ. পাওনাদার হিসাব
৭. ব্যবসায়ের মূলধন আনা হলো?
ক. মূলধন হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
খ. নগদান হিসাব ডে. মূলধন হিসাব ক্রে.
গ. উত্তোলন হিসাব ডে. মূলধন হিসাব ক্রে.
ঘ. উত্তোলন হিসাব ডে. নগদান হিসাব ক্রে.
৮. সমাপনী জাবেদার মাধ্যমে কোনটি বন্ধ করা হয় না?
ক. মুনাফাজাতীয় আয়
খ. মুনাফাজাতীয় ব্যয়
গ. উত্তোলন
ঘ. মূলধন
৯. বাট্টা হতে পারে কোনটি?
ক. কারবারি বাট্টা খ. নগদ বাট্টা
গ. পরিমাণ বাট্টা ঘ. ক + খ
১০. ক্রেডিট নোট বলতে কোনটিকে বোঝায়?
ক. লেনদেন ক্রেডিট হিসাব
খ. প্রাপ্ত বাট্টার হিসাব
গ. বিক্রয় ফেরতসংক্রান্ত চিঠি
ঘ. আয়সংক্রান্ত হিসাব
১১. দেনালিপি ইস্যু করলে লিপিবদ্ধ করতে হবে?
i. বহিঃফেরত বইতে
ii. আন্তঃফেরত বইতে
iii. ক্রয়ফেরত বইতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. জাবেদা সহকারী বই হিসেবে কাজ করে
i. খতিয়ানের
ii. রেওয়ামিলের
iii. আর্থিক বিবরণীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. জাবেদা থেকে পাওয়া যায়
i. খতিয়ানের
ii. রেওয়ামিলের
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. জাবেদাকে বলা হয়?
i. প্রাথমিক বই
ii. সহকারী বই
iii. স্থায়ী বই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. যেসব নামে কোনো হিসাব লেখা হয় না—
i. পণ্য
ii. মাল
iii. চেক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়—
i. ক্রয়
ii. পাওনাদার
iii. বাট্টাপ্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. প্রকৃত জাবেদা হচ্ছে?
i. সমাপনী জাবেদা
ii. সংশোধনী জাবেদা
iii. নগদ প্রদান জাবেদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. সমাপনী দাখিলার দ্বারা বন্ধ করা হয়?
i. আয় হিসাব
ii. উত্তোলন হিসাব
iii. মালিকানাস্বত্ব হিসাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বিক্রয় বইতে বিক্রয় মূল্যের সাথে যোগ
করা হয়—
i. বিমা খরচ
ii. বিক্রয় পরিবহন
iii. প্যাকিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.গ ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ঘ
১. খতিয়ানকে কী বলা হয়?
ক. খতিয়ান খসড়া বই
খ. হিসাবের সহকারী বই
গ. হিসাবের পাকা বই
ঘ. হিসাবের বিবরণী বই
২. খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটি?
ক. লিপিবদ্ধকরণ খ. শ্রেণিবিন্যাসকরণ
গ. পোস্টিং ঘ. ব্যালেন্সিং
৩. লেনদেনগুলোর সর্বশেষ আশ্রয়স্থল কোনটি?
ক. জাবেদা খ. রেওয়ামিল
গ. খতিয়ান ঘ. বিশদ আয় বিবরণী
৪. খতিয়ান উদ্বৃত্ত দ্বারা রেওয়ামিল প্রস্তুতের মুখ্য উদ্দেশ্য কোনটি?
ক. হিসাবের সংক্ষিপ্তকরণ
খ. গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ
গ. হিসাবগুলোকে শ্রেণিবদ্ধ ও সারিবদ্ধভাবে লিপিবদ্ধকরণ
ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
৫. খতিয়ানের আধুনিক চলমান জের ছকে কয়টি টাকার ঘর থাকে?
ক. তিনটি খ. চারটি
গ. ছয়টি ঘ. সাতটি
৬. আধুনিক কালে হিসাবের কোন ছকটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে?
ক. চলমান জের ছক
খ. টি ছক
গ. হিসাবের নতুন ছক
ঘ. আধুনিক ছক
৭. কোনটির নামে সহকারী খতিয়ান খোলা হয়?
ক. ব্যাংক হিসাব
খ. আসবাবপত্র হিসাব
গ. দেনাদারের হিসাব
ঘ. নগদান হিসাব
৮. খতিয়ানকে নির্ভুল রাখার জন্য প্রাথমিকভাবে কোন হিসাব বইটি বেশি প্রয়োজন?
ক. জাবেদা বই
খ. নগদান বই
গ. ক্রয় ফেরত বই
ঘ. বিক্রয় ফেরত বই
৯. রেওয়ামিল ও চূড়ান্ত হিসাব প্রস্তুত করা হয় কিসের সাহায্যে?
ক. নগদান হিসাব খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. ক্রয় বই
১০. কোন হিসাবটি বাধ্যতামূলক?
ক. ঘটনা খ. জাবেদা
গ. খতিয়ান ঘ. রেওয়ামিল
১১. জাবেদা ও খতিয়ানের পার্থক্য করা যায় কীভাবে?
ক. ক্রয় দ্বারা খ. বিক্রয় দ্বারা
গ. উত্তোলন দ্বারা ঘ. উদ্বৃত্ত দ্বারা
১২. ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কোনটি?
ক. সম্পদ ও খরচ খ. আয় ও ব্যয়
গ. আয় ও দায় ঘ. সম্পদ ও দায়
১৩. হিসাবের দুদিক সমান করার কাজকে কী বলে?
ক. সমতা খ. জের টানা
গ. হিসাব সংরক্ষণ ঘ. সমতাপ্রাপ্ত
১৪. ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি?
ক. সম্পদ খ. ব্যয়
গ. আয় ঘ. উত্তোলন
১৫. সাধারণত কোনটির ডেবিট ব্যালেন্স হয়?
ক. বিক্রয় হিসাব খ. দেনাদার হিসাব
গ. ঋণ হিসাব ঘ. মূলধন হিসাব
১৬. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পদ ক্রয় করলে কোন হিসাব ক্রেডিট হবে?
ক. নগদান হিসাব খ. ক্রয় হিসাব
গ. আসবাবপত্র হিসাব ঘ. মূলধন হিসাব
১৭. হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিক অপেক্ষা বেশি হলে কী প্রকাশ করবে?
ক. ডেবিট উদ্বৃত্ত খ. ক্রেডিট উদ্বৃত্ত
গ. সম্পদ ঘ. খরচ
১৮. সি/ডি বলতে কী বোঝায়?
ক. সম্মুখে নীত খ. ওপর থেকে আনীত
গ. নিচে নীত ঘ. পেছন থেকে আনীত
১৯. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়–
i. সারিবদ্ধভাবে
ii. শ্রেণিবদ্ধভাবে
iii. তারিখের ক্রমানুসারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বাস্তবক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?
ক. চলমান জের ছক
খ. স্থায়ী জের ছক
গ. ‘T’ ছক
ঘ. সাতঘরা খতিয়ান ছক
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১.গ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.গ ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ক
১. রেওয়ামিল বলতে কী বোঝায়?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. একটি পরিপূর্ণ হিসাব
গ. খতিয়ানের উদ্বৃত্তগুলোর তালিকা
ঘ. আর্থিক বিবরণীর অংশ
২. কোন কাজটিকে হিসাবচক্রের সংক্ষিপ্তকরণ বলা হয়?
ক. রেওয়ামিল প্রস্তুতকরণ
খ. খতিয়ান প্রস্তুতকরণ
গ. জাবেদাভুক্তকরণ
ঘ. চূড়ান্ত হিসাব প্রণয়ন
৩. কোন হিসাব অবলম্বন করে রেওয়ামিল প্রস্তুত করা হয়?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. লাভ–ক্ষতি ঘ. উদ্বৃত্তপত্র
৪. কোনটি হিসাব ব্যবস্থার কোনো অঙ্গ নয়?
ক. নগদান বই খ. উদ্বৃত্তপত্র
গ. রেওয়ামিল ঘ. খতিয়ান
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১.গ ২.ক ৩.খ ৪.গ
১. আর্থিক বিবরণীর ধাপ কোনটি?
ক. ক্রয়–বিক্রয় হিসাব
খ. লাভ–লোকসান হিসাব
গ. নগদ স্থিতি বিবরণী
ঘ. আর্থিক অবস্থার বিবরণীকে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা
২. আর্থিক বিবরণীকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
ক. তিন ভাগে খ. পাঁচ ভাগে
গ. সাত ভাগে ঘ. আট ভাগে
৩. শিক্ষানবিশ সেলামি কী?
ক. প্রত্যক্ষ পরিচালক
খ. পরোক্ষ অপরিচালনা আয়
গ. বিলম্বিত আয়
ঘ. প্রত্যক্ষ অপরিচালন আয়
৪. নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?
ক. মোট মুনাফা যোগ অপরিচালন নিট আয়
খ. পরিচালন মুনাফা বাদ অপরিচালন আয়
গ. পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য খরচ
ঘ. মোট মুনাফা যোগ পরিচালন আয় বাদ পরিচালন ব্যয়
৫. নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
ক. ভাড়া খ. শুল্ক
গ. অফিস খরচ ঘ. কমিশন
৬. স্বল্পকালীন স্থায়ী এবং দ্রুত নগদ অর্থ রূপান্তরযোগ্য সম্পত্তিকে কী বলে?
ক. স্থায়ী খ. চলতি সম্পত্তি
গ. ক্ষণস্থায়ী সম্পত্তি ঘ. অদৃশ্য সম্পত্তি
৭. হাসি ট্রেডার্সের খাতায় খুশি ব্রাদার্স হিসাবটির ডেবিটের তুলনায় ক্রেডিটের টাকার পরিমাণ ১৫,০০০ কম। এ পার্থক্য দ্বারা হাসি ট্রেডার্সের টাকার পরিমাণ—
i. সম্পদ বোঝায়
ii. দায় নির্দেশ করে
iii. পাওনা বোঝায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের স্বীকৃত মাধ্যম কোনটি?
ক. আয়–ব্যয় হিসাব
খ. ক্রয়–বিক্রয় হিসাব
গ. লাভ–ক্ষতি হিসাব
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
৯. আর্থিক অবস্থার বিরণীতে কয় স্তরে তথ্য লিপিবদ্ধ করা হয়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১০. কোনটি স্থায়ী সম্পদ?
ক. দালানকোঠা খ. প্রদেয় দালালি
গ. দেয় ভাড়া ঘ. অগ্রিম উপভাড়া
১১. কখন স্বত্বাধিকার বৃদ্ধি পায়?
ক. আয় বৃদ্ধি পেলে খ. ক্ষতি হলে
গ. আয় বৃদ্ধি পেলে ঘ. দায় বৃদ্ধি পেলে
১২. অনাদায়ি পাওনা সঞ্চিতি কোন ধরনের হিসাব?
ক. ব্যক্তিবাচক হিসাব
খ. অব্যক্তিবাচক হিসাব
গ. নামিক হিসাব
ঘ. সম্পত্তিবাচক হিসাব
১৩. ব্যবসায়ের পণ্য আনয়নের জাহাজভাড়া কোন ধরনের লেনদেন?
ক. মুনাফা জাতীয়
খ. মূলধন জাতীয়
গ. বিলম্বিত মুনাফা জাতীয়
ঘ. ব্যবসায় পরিচালনা
১৪. কোনটি স্বল্পমেয়াদি দায়?
ক. ঋণপত্র খ. বন্ধকি ঋণ
গ. মূলধন ঘ. প্রদেয় বিল
১৫. সমাপনী মজুতের বাজার মূল্য এবং ক্রয়মূল্যের মধ্যে যেটি কম, সেটি লিপিবদ্ধ করা হয় কোন নীতি অনুযায়ী?
ক. রক্ষণশীলতার খ. বস্তুনিষ্ঠতা
গ. ক্রয়মূল্য ঘ. চলমান প্রতিষ্ঠান
১৬. নিচের কোনটি অনিয়মিত ও দীর্ঘস্থায়ী ফল দেয়?
ক. দালান নির্মাণ
খ. যন্ত্রপাতি ক্রয় পরিবহন খরচ
গ. আমদানি শুল্ক
ঘ. পণ্য ক্রয়
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১.ঘ ২.খ ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ক ১১.ক ১২.গ ১৩.ক ১৪.ঘ ১৫.ক ১৬.ক
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা