২৫. সমস্যা কখনো সমাজের কিসের মধ্য সীমাবদ্ধ থাকে না?
ক. আইনের খ. প্রথার
গ. রীতির ঘ. জনগোষ্ঠীর
২৬. সমাজ প্রতিনিয়ত কী?
ক. অপরিবর্তনীয় খ. পরিবর্তনশীল
গ. স্থিতিশীল ঘ. স্থায়ী
২৭. সামাজিক সমস্যার কয়টি দিক রয়েছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
২৮. কোনটি মানুষকে সমাজে কাঙ্ক্ষিত আচরণ থেকে বিচ্যুত রাখতে পারে?
ক. সামাজিক চাপ খ. মানসিক চাপ
গ. অর্থনৈতিক চাপ ঘ. রাজনৈতিক চাপ
২৯. মানুষ কল্যাণমুখী কাজের ক্ষমতা হারিয়ে ফেলে কখন?
ক. সুখে পড়লে খ. সমস্যার আবর্তে পড়লে
গ. আনন্দে পড়লে ঘ. অর্থের লোভে পড়লে
৩০. সমাজের সব ধরনের সমস্যার সঙ্গে কোন বিষয়টি জড়িত?
ক. শারীরিক ক্ষতি খ. নৈতিক ক্ষতি
গ. আর্থিক ক্ষতি ঘ. সাংস্কৃতিক ক্ষতি
৩১. মূল্যবোধ হারানোর ফলে মানুষ কোনটিকে হারিয়ে ফেলে?
ক. চেতনাবোধ খ. অহংবোধ
গ. ভালো–মন্দ জ্ঞান ঘ. সাধারণ জ্ঞান
৩২. আবেগ দ্বারা পরিচালিত নয় কোনটি?
ক. দৈহিক সমস্যা খ. শারীরিক সমস্যা
ঘ. মানসিক সমস্যা ঘ. সামাজিক সমস্যা
৩৩. কাদের মতে অপরাধের একটি বড় কারণ হলো শারীরিক বিকলাঙ্গতা?
ক. সমাজবিজ্ঞানীদের খ. রাষ্ট্রবিজ্ঞানীদের
গ. অপরাধবিজ্ঞানীদের ঘ. মনোবিজ্ঞানীদের
৩৪. টমদের দেশে অ্যালকোহল পান করা সামাজিক সমস্যা নয়। টম কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ খ. পাকিস্তান
গ. সৌদি আরব ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২৫.ঘ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.গ ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা