নবম শ্রেণি - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১১ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১১

১১. ১৫ মার্চ তীব্র আন্দোলনের মুখে কে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন?

ক. লিয়াকত আলী

খ. মওলানা ভাসানী

গ. খাজা নাজিমুদ্দিন

ঘ. ইস্কান্দার মির্জা

১২. ‘উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’–প্রথম এ কথাটি কে বলেছিলেন?

ক. মোহাম্মদ আলী জিন্নাহ

খ. নূরুল আমিন

গ. খাজা নাজিমুদ্দিন

ঘ. লিয়াকত আলী খান

১৩. ১৯৪৮ সালে কোথায় নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

ক. ইসলামাবাদ খ. লাহোর

গ. করাচি ঘ. ঢাকা

১৪. কাকে আহ্বায়ক করে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়েছিল?

ক. আব্দুল খালেক খ. আবদুল মতিন

গ. আব্দুল জব্বার ঘ. হামিদুর রহমান

১৫. পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় রাজনৈতিক ধারা ছিল কয়টি?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৬. পাকিস্তান মুসলিম লীগের পূর্ব নাম কী?

ক. ভারতীয় মুসলিম লীগ

খ. ডেমোক্রেটিক মুসলিম লীগ

গ. নিখিল ভারত মুসলিম লীগ

ঘ. মুসলিম লীগ

১৭. অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করেছিল কোন দলটি?

ক. আওয়ামী লীগ খ. জাতীয় কংগ্রেস

গ. মুসলিম লীগ ঘ. কমিউনিস্ট পার্টি

১৮. ১৯৪৭ পরবর্তী পূর্ব বাংলায় শুরু থেকেই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়েছিলকোন দল?

ক. কমিউনিস্ট পার্টি

খ. জাতীয় কংগ্রেস

গ. মুসলিম লীগ

ঘ. কৃষক প্রজাতন্ত্রী পার্টি

১৯. কোন দলটির অন্তঃকোন্দল দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দিয়েছিল?

ক. মুসলিম লীগ খ. বিএনপি

গ. জাতীয় কংগ্রেস ঘ. কমিউনিস্ট পার্টি

২০. মুসলিম লীগের চরম ভ্রান্তনীতির কারণে দেশে কী সৃষ্টি হয়েছিল?

ক. উন্নতি খ. সংকট

গ. বিচ্ছিন্নতা ঘ. বিভক্তি

সঠিক উত্তর

অধ্যায় ১১: ১১.গ ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.খ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)