১. মহাকাশ বলতে কী বোঝায়?
ক. তারার অবস্থান
খ. চাঁদের পরিবেশ
গ. পদার্থের উপস্থিতি
ঘ. পদার্থের অনুপস্থিতি
২. মহাবিশ্বের সব বস্তুকে কী বলা হয়?
ক. নভোমণ্ডলীয় বস্তু
খ. মহাকাশীয় বস্তু
গ. গ্যালাক্সি
ঘ. নক্ষত্র
৩. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক. টাইটান খ. গ্যানিমেড
গ. নেরাইড ঘ. আলফা সেন্টোরি
৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ক. ৮ মিনিট
খ. ৮ মিনিট ২০ সেকেন্ড
গ. ১০ মিনিট
ঘ. ১০ মিনিট ২০ সেকেন্ড
৫. সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১১টি
৬. নেপচুনের কয়টি উপগ্রহ আছে?
ক. ১৩টি খ. ১৪টি
গ. ২৭টি ঘ. ৩৪টি
৭. মহাবিশ্বে আলোর তীব্রতা অনুসারে গ্রহগুলো কেমন?
ক. সবুজ, লাল, নীল
খ. লাল, নীল, সবুজ
গ. নীল, সবুজ, লাল
ঘ. লাল, নীল, হলুদ
৮. স্টিফেন হকিং কে?
ক. একজন পদার্থবিজ্ঞানী
খ. একজন চিকিৎসাবিজ্ঞানী
গ. একজন জীববিজ্ঞানী
ঘ. একজন প্রকৌশলী
৯. ছোট নক্ষত্রের রং কেমন?
ক. লাল খ. সবুজ
গ. হলুদ ঘ. নীল
১০. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি?
ক. মঙ্গল খ. বুধ
গ. শনি ঘ. বৃহস্পতি
সঠিক উত্তর
অধ্যায় ১২: ১.ঘ ২.ক ৩.ঘ ৪.খ ৫.ক ৬.খ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা