৫১. প্রকৃতি থেকে পাওয়া যায়—
i. মহাকর্ষ ও তাড়িতচৌম্বক বল
ii. দুর্বল নিউক্লীয় বল
iii. সবল নিউক্লীয় বল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৫২. বলের ক্রিয়ায়—
i. স্থির বস্তু গতিশীল হতে পারে
ii. বস্তুর ত্বরণ সৃষ্টি হতে পারে
iii. বস্তুর গতির দিক পরিবর্তন হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. পরস্পরের সংস্পর্শে না থেকেও দুটি বস্তুর মধ্যে বল প্রয়োগ করতে পারে—
i. চৌম্বক বল ii. তড়িৎ বল
iii. টান বল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. বল বিয়ারিং ব্যবহার করা হয়—
i. গতিকে বাধা দেওয়ার জন্য
ii. ঘর্ষণ কমানোর জন্য
iii. গতিকে সহজ করার জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. ‘মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক’—এটি কোন সূত্র নামে পরিচিত?
ক. কুলম্বের সূত্র খ. অ্যাম্পিয়ারের সূত্র
গ. মহাকর্ষ সূত্র ঘ. নিউটনের সূত্র
৫৬. একটি সরল দোলককে বিষুবীয় অঞ্চল থেকে নিচের কোন অবস্থানে নিয়ে গেলে দোলকটি সবচেয়ে ধীরে দুলবে?
ক. মেরুতে খ. পাহাড়ের ওপর
গ. চাঁদে ঘ. সমুদ্র সমতলে
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.গ ৫৫.গ ৫৬.গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা