একটি আয়তাকার জমির ক্ষেত্রফল একটি বর্গাকার জমির ক্ষেত্রফলের সমান। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। প্রতি মিটার দড়ির মূল্য ৭ টাকা। দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে মোট ৫,৬০০ টাকা খরচ হয়।
ক. আয়তাকার জমির পরিসীমা কত হবে?
খ. বর্গাকার জমিতে প্রতি ৪ বর্গমিটার জায়গায় একটি করে পেঁপের চারা রোপণ করলে কতটি চারা লাগবে?
সমাধান:
ক.
৭ টাকা খরচ হয় ১ মিটার দড়ির জন্য
∴ ১ ” ” ” ১ _ ৭ ” ” ”
∴ ৫৬০০ ” ” ১ × ৫৬০০ _ ৭ ” ” ”
= ৮০০ মিটার দড়ির জন্য
সুতরাং দড়ি দিয়ে দুইবার ঘুরিয়ে চারদিকে বেষ্টনী দিতে প্রয়োজনীয় দড়ি ৮০০ মিটার।
∴ একবার ঘুরিয়ে জমির চারদিকে বেষ্টনী দিতে প্রয়োজনীয় দড়ি ৮০০ _ ২ মিটার
= ৪০০ মিটার
∴ আয়তাকার জমির পরিসীমা ৪০০ মিটার
খ. মনে করি,
আয়তাকার জমির প্রস্থ ক মিটার
∴ ” ” দৈর্ঘ্য (ক × ৪) মিটার
= ৪ক মিটার
∴ ” ” পরিসীমা = ২ × (৪ক+ক) মিটার
= ২ × ৫ক মিটার
= ১০ক মিটার
ক থেকে পাই, আয়তাকার জমির পরিসীমা ৪০০ মিটার।
প্রশ্নমতে,
১০ ক = ৪০০
বা, ক = ৪০০ _ ১০
∴ ক = ৪০
∴ আয়তাকার জমির প্রস্থ ৪০ মিটার
এবং ” ” দৈর্ঘ্য = (৪ × ৪০) মিটার
= ১৬০ মিটার
∴ আয়তাকার জমির ক্ষেত্রফল = (১৬০ × ৪০) বর্গমিটার
= ৬৪০০ বর্গমিটার
আবার,
যেহেতু, আয়তাকার জমিটির ক্ষেত্রফল = একটি বর্গাকার জমির ক্ষেত্রফল।
∴ বর্গাকার জমির ক্ষেত্রফল ৬৪০০ বর্গমিটার বর্গাকার জমিতে,
৪ বর্গমিটার জায়গায় পেঁপের চারা রোপণ করা হয় ১টি
∴ ১ ” ” ” ” ” ” ” ১ _ ৪ ”
∴ ৬৪০০ ” ” ” ” ১ × ৬৪০০ _ ৪ ”
= ১৬০০টি
∴ প্রয়োজনীয় পেঁপের চারা ১৬০০টি।
রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা