পর্ব-৭০

সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা প্রশ্নোত্তর - (৭০) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। ২০২৪ সালের ভর্তি পরীক্ষায় সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হতে পারে, তা দেখে নাও।

বাংলাদেশের সশস্ত্র বাহিনী সম্পর্কিত -  নৌবাহিনী

# নৌবাহিনীর স্লোগান—শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়।

# ‘বানৌজা শের–ই–বাংলা ঘাঁটি’ অবস্থিত—কলাপাড়া, পটুয়াখালী।

# দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ—বানৌজা পদ্মা।

বিমানবাহিনী

# যাত্রা—১৯৭১ সাল।

# বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং সেন্টার—যশোর।

# বিমানবাহিনীর স্লোগান—বাংলার আকাশ রাখিব মুক্ত।

# সদর দপ্তর—ঢাকা সেনানিবাস।

# প্রতীক—উড়ন্ত ইগল ও এর ওপর শাপলা এবং দুই পাশে দুটি করে চারটি তারকা।

বাংলাদেশ সম্পর্কিত

# সাংবিধানিক নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

# ইংরেজি নাম: The People’s Republic of Bangladesh.

# বাণিজ্যিক রাজধানী: চট্টগ্রাম।

# স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ।

# বিজয় দিবস: ১৬ ডিসেম্বর।

# জাতীয়তা: বাঙালি।

# নাগরিকত্ব: বাংলাদেশি।

# আয়তন: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.

# মোট সীমানা: ৫,১৩৮ কি.মি. [প্রচলিত তথ্য ৪,৭১৯ কি.মি.]

# সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত ও মিয়ানমার)।

# স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় +৬ ঘণ্টা।

# প্রশাসনিক বিভাগ: ৮টি।

সাম্প্রতিক প্রথম সম্পর্কিত

# দেশের প্রথম ই–বুক—একুশে ই–বুক।

# দেশের প্রথম পানি জাদুঘর—পটুয়াখালীর কলাপাড়ায়।

# দেশের প্রথম ওয়াইফাই সিটি—সিলেট।

# দেশের প্রথম ও বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইউনিট—শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (ঢাকার চানখাঁরপুলে)।

# প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন—মিতু আখতার।

# দেশের প্রথম কম্পি​উটার কারখানা—চন্দ্রা, গাজীপুর (চালু করে ওয়ালটন)।

# দেশের প্রথম ও একমাত্র সমুদ্র গবেষণা ইনস্টিটিউট অবস্থিত—রামু, কক্সবাজার।

# দেশের প্রথম ভিক্ষুকমুক্ত ইউনিয়ন—ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন।

# দেশের প্রথম নৌ কনটেইনার টার্মিনাল—পানগাঁও, ঢাকা।

# দেশের তৈরি প্রথম স্মার্টফোন এনেছে—ওয়ালটন (নাম–প্রিমো E81)।

# শান্তিরক্ষী মিশনে বিমানবাহিনীর প্রথম দুই নারী—নাঈমা হক ও তামান্না–ই–লুৎফি।

# দেশের প্রথম মেরিন জাদুঘর অবস্থিত—কুয়াকাটা, পটুয়াখালীতে।

# বাংলাদেশের প্রথম হাই–টেক পার্ক—কালিয়াকৈর, গাজীপুর।

# দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎকেন্দ্র হবে—আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।

# দেশের প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর—তামাবিল, সিলেট।

# দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত—পঞ্চগড়ে।

# ব্যাংক খাতের বাইরে প্রথমবারের মতো ATM ও POS মেশিন স্থাপনের অনুমতি পায়—ডিজি ই–পে সার্ভিস লিমিটেড।

# দেশের বৃহত্তম রাবার ড্যাম নির্মিত হচ্ছে—চাঁপাইনবাবগঞ্জে।

# দেশের বৃহত্তম পয়ঃশোধনাগার—দাশেরকান্দি পয়ঃশোধনাগার কেন্দ্র (খিলগাঁও, ঢাকা)।

# বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয়—১১ জুলাই ২০২৩।

# ২০২২ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ—যুক্তরাজ্য (দ্বিতীয়–যুক্তরাষ্ট্র)।

# স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান—তৃতীয় (প্রথম ইথিওপিয়া)।

# বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর—বাংলাবান্ধা (তেঁতুলিয়া, পঞ্চগড়)।

# দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎকেন্দ্র অবস্থিত—কাপ্তাই, রাঙামাটি।

# দেশের দীর্ঘতম আন্ডারপাস নির্মিত হবে—ঢাকার বিমানবন্দর এলাকায়।

# ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা—রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

# দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট ‘কালনা সেতু’ নির্মিত হয়—মধুমতী নদীর ওপর।

# বাংলাদেশে চাকমা তথা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রথম নারী ব্যারিস্টার—রাঙামাটির ভ্যালি চাকমা।

# বাংলাদেশের চাকমা সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার—চাকমা সার্কেলের চিফ রাজা দেবাশীষ রায়।

# ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র—অমলিন থাকুক প্রতিটি হাসি।

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা