[পূর্ববর্তী লেখার পর]
৬৭. কোন কাজে অর্থের সময়মূল্য বিবেচনা করা প্রয়োজন?
ক. দৈনন্দিন অর্থায়নে খ. ব্যবস্থাপনায়
গ. হিসাব সংরক্ষণে ঘ. পরিচালনায়
৬৮. তহবিলের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস বের করা যায় কীভাবে?
ক. মূলধন বাজেটিংয়ের মাধ্যমে
খ. অর্থায়নের উৎস থেকে
গ. অর্থের সময়মূল্যের মাধ্যমে
ঘ. মূলধনের প্রকৃতি নির্ধারণ করে
৬৯. অর্থের সময়মূল্য নির্ধারণের মূল কারণ কোনটি?
ক. অর্থের তারল্য খ. সুদের হার
গ. মুদ্রানীতি ঘ. বর্ধিত মুনাফা
৭০. ঋণ গ্রহণের আগে কী যাচাই করতে হয়?
ক. অর্থের সমমূল্য খ. মূলধন ব্যয়
গ. সম্ভাব্য ব্যয় ঘ. পরিশোধের ক্ষমতা
৭১. ব্যবসায় অর্থের সময়মূল্য গুরুত্বপূর্ণ, কারণ—
i. সুযোগ ব্যয়
ii. প্রকল্প মূল্যায়ন
iii. ঋণ গ্রহণ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. একটি বাণিজ্যিক ব্যাংকে কোন সময়ের ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়?
ক. দৈনিক খ. সাপ্তাহিক
গ. মাসিক ঘ. বার্ষিক
৭৩. নিচের কোনটি সুদ-আসলের ওপর প্রদান করা হয়?
ক. আসল সুদ খ. মূল সুদ
গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
৭৪. শুধু আসলের ওপর গণনা করা হয় কোনটি?
ক. আসল সুদ খ. মূল সুদ
গ. সরল সুদ ঘ. চক্রবৃদ্ধি সুদ
৭৫. নিচের কোনটি বর্তমান মূল্যকে নির্দেশ করে?
ক. PV খ. PB
গ. FV ঘ. FB
৭৬. শুধু মূলধনের ওপর সুদ ধার্য করা হলে, তাকে কী বলে?
ক. কিস্তি খ. সরল সুদ
গ. চক্রবৃদ্ধি সুদ ঘ. বার্ষিক সুদ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৬৭.ক ৬৮.গ ৬৯.খ ৭০.ঘ ৭১.ঘ ৭২.গ ৭৩.ঘ ৭৪.গ ৭৫.ক ৭৬.খ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]