পঞ্চম শ্রেণির পড়াশোনা
১. প্রশ্ন: পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর: পরিবারের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো:
ক. খাদ্য
খ. বস্ত্র
গ. বাসস্থান
২. প্রশ্ন: সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব উল্লেখ করো।
উত্তর: সমাজের ওপর অধিক জনসংখ্যার তিনটি প্রভাব হলো:
ক. শিক্ষা
খ. স্বাস্থ্য
গ. পরিবেশ
৩. প্রশ্ন: জনসংখ্যা সমস্যার তিনটি সমাধান লেখো।
উত্তর: বাংলাদেশের জন্য অধিক জনসংখ্যা একটি সমস্যা। এ সমস্যা থেকে মুক্তির জন্য তিনটি সমাধান হলো—
ক. মৌলিক শিক্ষার উন্নয়ন
খ. শ্রমশক্তি রপ্তানি
গ. বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা