২১. জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য কী প্রয়োজন?
ক. মূলধন খ. ব্যবসায়
গ. চাকরি ঘ. প্রশিক্ষণ
২২. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান কয়টি?
ক. ৭টি খ. ৮টি
গ. ৯টি ঘ. ১০টি
২৩. বেকারত্ব বৃদ্ধি পাওয়ার কারণ—
i. কারিগরি শিক্ষার অভাব
ii. বৃত্তিমূলক শিক্ষার অভাব
iii. তাত্ত্বিক ব্যবস্থা প্রচলিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিশ্চিত করা যায়—
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ
ii. গ্রামীণ সমাজের উন্নয়ন
iii. অর্থনীতির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ব্যবসায়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
ক. কর্মসংস্থান খ. যোগাযোগ
গ. বেকারত্ব ঘ. চাকরি
২৬. আত্মকর্মসংস্থানে আয়ের ধারাবাহিকতা কেমন?
ক. অনিশ্চিত খ. নিশ্চিত
গ. মোটামুটি ঘ. অবশ্যম্ভাবী
২৭. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত—
i. রেডিও টেলিভিশন মেরামত
ii. মৌমাছি চাষ
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে—
i. সামাজিক মূল্যবোধের কারণে
ii. পুঁথিগত পড়াশোনার কারণে
iii. চাকরিতে অধিক আয়ের কারণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র?
ক. টেইলারিং খ. পোশাকশিল্প
গ. বস্ত্রশিল্প ঘ. জাহাজ তৈরি
৩০. BlM কোন মন্ত্রণালয়ের অধীনে?
ক. শিল্প মন্ত্রণালয়ের
খ. কৃষি মন্ত্রণালয়ের
গ. বাণিজ্য মন্ত্রণালয়ের
ঘ. শিক্ষা মন্ত্রণালয়ের
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২১.ঘ ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ক ৩০.ক
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা