১. কোন ধাপে নিউক্লিয়াসটি আকারে বড় হয়?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. এনাফেজ ঘ. টেলোফেজ
২. জীবদেহে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে কোনটির মাধ্যমে?
ক. দ্বি–বিভাজন খ. কোষ বিভাজন
গ. খণ্ডায়ন ঘ. ফিশন
৩. মাইটোসিসে নিউক্লিয়াসের কতবার বিভাজন ঘটে?
ক. ১ বার খ. ২ বার
গ. ৩ বার ঘ. ৪ বার
৪. মাইটোসিস কোষ বিভাজনে কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত?
ক. ক্ষতস্থান পূরণ
খ. নিউক্লিয়াসের দুবার বিভাজন
গ. দেহের বৃদ্ধি
ঘ. জনন কোষের সংখ্যার বৃদ্ধি
৫. নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?
ক. অ্যামাইটোসিস
খ. সাইটোকাইনেসিস
গ. ক্যারিওকাইনেসিস
ঘ. ফিউশন
৬. কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?
ক. প্রোফেজ
খ. প্রো–মেটাফেজ
গ. সাইটোকাইনেসিস
ঘ. ইন্টারফেজ
৭. মাইটোসিস কোষ বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
ক. ৪টি খ. ৫টি
গ. ৬টি ঘ. ৭টি
৮. মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায় কোনটি?
ক. ইন্টারফেজ খ. প্রোফেজ
গ. প্রো–মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৯. ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয় কোন ধাপে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
১০. স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় মাইটোসিসের কোন পর্যায়ে?
ক. প্রোফেজ খ. প্রো–মেটাফেজ
গ. মেটাফেজ ঘ. অ্যানাফেজ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ক ২.খ ৩.ক ৪.খ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.খ ৯.ক ১০.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা