বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে মাস্টার অব ল (এলএলএম প্রফেশনাল) প্রোগ্রামে সেপ্টেম্বর–ডিসেম্বর ২০২৩ সেশনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট
এডমিট কার্ড ডাউনলোড: ২ আগস্ট
লিখিত পরীক্ষার তারিখ: ৫ আগস্ট সকাল ১০টা
পরীক্ষার রেজাল্ট: ৬ আগস্ট
ভর্তির তারিখ: ৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর
এলএলবি থাকতে হবে। এইচএসসি এবং এসএসসি উভয়টিতে আলদাভাবে জিপিএ ৩ বা তার বেশি থাকতে হবে। এলএলবিতেও নুন্যতম সিজিপিএ ৩ থাকা আবশ্যক।
অনলাইনে আবেদনের লিংক: admission.bup.edu.bd
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bup.edu.bd
লিখিত পরীক্ষা (বহুনির্বাচনি+লিখিত): ৭০ নম্বর
ভাইভা: ১০ নম্বর
এসএসসি/সমমানের ফল: ৫ নম্বর
এইচএসসি/সমমানের ফল: ৫ নম্বর
এলএলবি/সমমানের ফল: ১০ নম্বর