দশম শ্রেণির পড়াশোনা
১. পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলা হয়?
ক. বচন খ. লিঙ্গ
গ. পুরুষ ঘ. বাচ্য
২. খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয়?
ক. স্ত্রীবাচক হয়
খ. পুরুষবাচক হয়
গ. নিত্য পুরুষবাচক হয়
ঘ. নিত্য স্ত্রীবাচক হয়
৩. বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না?
ক. বিশেষণ খ. অব্যয়
গ. সর্বনাম ঘ. বিশেষ্য
৪. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ মূলত কয় ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৫. ‘কুমার’-এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক. কুমোর খ. কুমারনী
গ. স্ত্রী কুমার ঘ. কুমার পত্নী
৬. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
ক. হজুরানী খ. ঠাকুরন
গ. সৎমা ঘ. মলিনা
৭. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
ক. নেতা খ. দাত
গ. কবি ঘ. বাদশা
৮. নাটক-নাটিকা কী অর্থে ব্যবহৃত হয়?
ক. স্ত্রীবাচক অর্থে খ. পুরুষবাচক অর্থে
গ. ক্ষুদ্রার্থে ঘ. বৃহদার্থে
৯. কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক প্রত্যয় যুক্ত হয়েছে?
ক. হিমানী খ. পুস্তিকা
গ. অরণ্যানী ঘ. গীতিকা
১০. কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দের কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে?
ক. আনী প্রত্যয় খ. ঈনী প্রত্যয়
গ. আই প্রত্যয় ঘ. ইতি প্রত্যয়
সঠিক উত্তর
পুরুষ ও স্ত্রীবাচক শব্দ: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.খ ৬.গ ৭.গ ৮.গ ৯.গ ১০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা