দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ১ : সৃজনশীল প্রশ্ন (৩)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

এলিনার বাবা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে এলিনা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে। বিশ্বের দেশগুলোর জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে জানার তার প্রবল আগ্রহের সৃষ্টি হয়। এলিনা ভবিষ্যতে ভূগোল বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি নিতে চায়।

প্রশ্ন:

ক. কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন?

খ. ভূগোলের প্রধান কাজ কী?

গ. এলিনার আগ্রহের বিষয়াদি ভূগোলের যেসব শাখায় আলোচ্য, তা ব্যক্ত করো।

ঘ. ভূগোল পাঠে এলিনা ওই শাখা ব্যতীত মানব ভূগোলের আর কোন কোন বিষয় জানতে পারবে? পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা করো।

উত্তর:

ক. ভূগোলবিদ কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন।

খ. পৃথিবীকে কেন্দ্র করেই মানুষ তার যাবতীয় কার্য সম্পাদন করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ–নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়া চলমান। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো, এই কার্যকারণ উদ্​ঘাটন করা।

গ. পৃথিবীর বিভিন্ন দেশভ্রমণের মধ্য দিয়ে জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে এলিনার মনে জানার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এলিনার আগ্রহের এ বিষয়াদি যথাক্রমে জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোলে আলোচ্য বিষয়।

যথা: ১. জনসংখ্যা ভূগোল: জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়।

২. রাজনৈতিক ভূগোল: রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়।

৩. অর্থনৈতিক ভূগোল: প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে, তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়।

ঘ. এলিনা ভূগোল পাঠে মানব ভূগোলের ওপরের বিষয়গুলো ছাড়া আরও অনেক বিষয় জানতে পারবে। যথা—

১. আঞ্চলিক ভূগোল: অঞ্চল েভদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালি ও বৈশিষ্ট্যসমূহ আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও বিষয়বস্তুর বিবরণ এ শাখা থেকে জানা যায়।

২. সংখ্যাতাত্ত্বিক ভূগোল: ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল ও মডেল ব্যবহার করে প্রমাণার্থে পরীক্ষা করা হয়। এ ছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোলের অন্যান্য শাখায় ব্যবহার করা হয়।

৩. পরিবহন ভূগোল: পরিবহন ভূগোলবিদেরা সরকারি, বেসরকারি, যাতায়াতব্যবস্থা এবং মানুষ ও পণ্যের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর সম্পর্কে আলোচনা করে।

৪. নগর ভূগোল: ভূগোলের এ শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণিবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা, নগরীর বস্তি ইত্যাদি বিষয় চর্চা করা হয়।

৫. দুর্যোগ ব্যবস্থাপনা: দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস, দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্রকে রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয়।

সুতরাং ভূগোল পাঠে এলিনা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বিভিন্ন মানুষের পরিবেশে অভিযোজনের নানা বিষয় জানতে পারবে।