৩. প্রশ্ন: নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও।
উত্তর: আমাদের সমাজে কীভাবে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা হলো:
ক. মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না।
খ. চাকরির ক্ষেত্রেও মেয়েরা পিছিয়ে থাকে।
গ. কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না।
৪. প্রশ্ন: কোন প্রতিষ্ঠান মানবাধিকারকে প্রথমে স্বীকৃতি প্রদান করে? কখন?
উত্তর: জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে ‘মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্র’। এ ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, নারী-পুরুষ, আর্থিক অবস্থান ভেদে বিশ্বের সব দেশের সব মানুষের এই অধিকারগুলো আছে। সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলোই হচ্ছে মানবাধিকার।
৫. প্রশ্ন: শিশুশ্রমের কারণে শিশুরা কোন অধিকার থেকে বঞ্চিত হয় পাঁচটি বাক্যে লেখো।
উত্তর: শিশুরা জাতির ভবিষ্যৎ। বিভিন্ন কারণে শিশুরা অধিকার থেকে বঞ্চিত হয়। শিশুশ্রমের কারণে শিশুরা যেসব অধিকার থেকে বঞ্চিত হয় তা নিচে দেওয়া হলো—
ক. শিশুশ্রমের ফলে মূলত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
খ. লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
গ. শিশুর মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন। যা থেকে তারা বঞ্চিত হচ্ছে।
ঘ. অল্প বয়সে ভারী ও ঝুঁকিপূর্ণ কাজ করার ফলে তাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়।
ঙ. শিশুদের অনেক সময় আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেওয়া হয়, এটি মানবাধিকারবিরোধী কাজ।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা