পঞ্চম শ্রেণি - বাংলা | হাতি আর শিয়ালের গল্প - প্রশ্নোত্তর (৫-৬)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

হাতি আর শিয়ালের গল্প

৫. প্রশ্ন: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে মনে করো?

উত্তর: হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে বিষয়গুলো দায়ী তা হলো–

ক. নিজের অহংকারীভাবে চলাফেরা

খ. তিরিক্ষি মেজাজ

গ. তুলকালাম কাণ্ড বাধিয়ে দেওয়া

ঘ. নিজেকে বনের রাজা মনে করা

ঙ. অন্য প্রাণীদের তুচ্ছজ্ঞান করা

চ. নিজের নির্বুদ্ধিতা

ছ. প্রচণ্ড হুংকারে বন তোলপাড় করে অত্যাচারী মনোভাব প্রকাশ করা

৬. প্রশ্ন: মানুষ যখন সভ্য হচ্ছে, তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন?

উত্তর: মিলেমিশে থাকা মানে সুখে-শান্তিতে বসবাস করা। আদিকালে মানুষ যখন বিচ্ছিন্নভাবে থাকত, তখন নানা ধরনের বিপদের মুখোমুখি হতে হতো। তারপর মানুষ যখন একটু একটু করে সভ্য হচ্ছে, তখন তারা ভাবল বিচ্ছিন্নভাবে নয়, দলগত, সমাজবদ্ধ ও গোষ্ঠীগতভাবে একতাবদ্ধ হয়ে থাকলে অনেক বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই ভাবনা থেকেই মানুষের মধ্যে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা