মুনাফার হিসাব - হিসাববিজ্ঞান ২য় পত্র, অধ্যায় ২ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

[এর আগের প্রকাশিত লেখা]

৯. অংশীদারদের সঙ্গে ব্যবসায়ের দেনা–পাওনা সমন্বয় করে কী নির্ণয় করা হয়?

ক. প্রকৃত মুনাফা

খ. মোট মুনাফা 

গ. সঞ্চিত মুনাফা 

ঘ. বণ্টনযোগ্য মুনাফা বা ক্ষতি

১০. লাভ–লোকসান আবণ্টন হিসাবের ব্যালেন্স কোথায় স্থানান্তর করা হয়?

ক. লাভ–লোকসান হিসাব 

খ. আর্থিক বিবরণীতে 

গ. মূলধন বা চলতি হিসাবে 

ঘ. স্থিতিশীল মূলধন হিসাবে

১১. লাভ–লোকসান হিসাব প্রস্তুত বাধ্যতামূলক কেন?

ক. বণ্টনযোগ্য মুনাফা নির্ণয় করা হয় বলে

  খ. মুনাফা নির্ণয়ের লক্ষ্যে প্রস্তুত হয় বলে 

গ. আর্থিক বিবরণীর একটি ধাপ বলে 

ঘ. এটি ছাড়া আর্থিক বিবরণী প্রস্তুত   অসম্ভব বলে

১২. অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি কয়টি?

ক. ২টি খ. ৩টি 

গ. ৪টি ঘ. ৫টি

১৩. অংশীদারি ব্যবসায় নিবন্ধনের দ্বারা কোনটি ঘটে?

ক. খরচ বৃদ্ধি পায় 

খ. আইনগত সত্তার সৃষ্টি হয় 

গ. আন্তর্জাতিক ব্যবসায় করা যায় 

ঘ. দায় কমে

১৪. কোন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?

ক. সীমিত খ. ঐচ্ছিক 

গ. বিশেষ ঘ. ব্যাংকিং

১৫. কোনটি অংশীদারদের ব্যক্তিগত হিসাব?

ক. লাভ–লোকসান খ. ক্রয়–বিক্রয় 

গ. উদ্ধৃত্তপত্র ঘ. চলতি হিসাব

১৬. অংশীদারি কারবারের উত্তোলনের সুদ কী নির্দেশ করে?

ক. আয় খ. ব্যয় 

গ. দায় ঘ. মূলধন

১৭. সান ও মুনের লাভ–ক্ষতি বণ্টন অনুপাত ২:১। স্টারকে নতুন অংশীদার হিসেবে কারবারে লাভের ১/৪ অংশ প্রদান করা হলে তাদের কারবারের লাভ–ক্ষতি বণ্টন অনুপাত কত হবে?

ক. ৩:২:১ খ. ২:২:১ 

গ. ২:১:১ ঘ. ১:১:১

১৮. রাশেদ ও মিলন দুজন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২:১। তারা মিজানকে ১০% মুনাফার বিনিময় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। মুনাফার নতুন অনুপাত কত?

ক. ৬:৩:১ খ. ৫:৩:১ 

গ. ৩:৬:২ ঘ.৩:২:১

১৯. ‘ক’, ‘খ’ ও ‘গ’ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের লাভ–ক্ষতি বণ্টনের অনুপাত ৫:৩:১। মুনাফা ১,৬২,০০০ টাকা হলে ‘খ’–এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত হবে?

ক. ১৮,০০০ টাকা

খ. ২০,০০০ টাকা 

গ. ৫২,০০০ টাকা

ঘ. ৫৪,০০০ টাকা

২০. অংশীদারি ব্যবসায়ে বণ্টনযোগ্য আয় নির্ধারণকালে কোন ব্যয়টি হিসাবে অন্তর্ভুক্ত হয় না?

ক. বিমা খরচ 

খ. জীবনবিমার প্রিমিয়াম খরচ 

গ. ভাড়া খরচ

ঘ. বিদ্যুৎ খরচ

২১. অংশীদারের বেতন কী?

ক. মুনাফাজাতীয় ব্যয় 

খ. মূলধনজনিত ব্যয় 

গ. ব্যয়

ঘ. আয়

২২. কোথায় অংশীদারের প্রদত্ত ঋণের ওপর সুদ প্রদান বাধ্যতামূলক করা হয়েছে?

ক. চুক্তিপত্রে 

খ. ১৯৩২ সালের অংশীদারি আইনে 

গ. আমেরিকান হিসাববিজ্ঞানে 

ঘ. ইংলিশ আইন, ১৯৩২

২৩. ঋণের সুদ নগদে পরিশোধ না হয়ে থাকলে তা কোথায় হিসাবভুক্ত করতে হবে?

ক. নগদ প্রবাহ বিবরণীতে 

খ. মূলধন হিসাবে 

গ. ব্যাংক হিসাবে 

ঘ. লাভ–লোকসান সমন্বয় হিসাবে

২৪. অংশীদারি ব্যবসায়ে পাল্টা নিশ্চয়তা প্রদান করার প্রধান লক্ষ্য কী?

ক. প্রতিযোগিতায় টিকে থাকা 

খ. নিশ্চিত মুনাফা অর্জন 

গ. অধিক মুনাফা অর্জন 

ঘ. দক্ষতা বৃদ্ধি

২৫. চলতি বছরের সমন্বিত ক্ষতির অংশ বণ্টন দেখিয়ে কোন হিসাব বন্ধ করতে হয়?

ক. সমন্বিত মূলধন হিসাব 

খ. সমন্বিত লাভ–লোকসান আবণ্টন হিসাব 

গ. সমন্বিত লাভ–লোকসান হিসাব

ঘ. লাভ–লোকসান আবণ্টন হিসাব

২৬. বিপরীত কার্যক্রমের মাধ্যমে সমাপনী মূলধনকে বাড়িয়ে বা কমিয়ে কী পাওয়া যায়?

ক. সমন্বিত মূলধন 

খ. সমন্বিত সমাপনী মূলধন 

গ. চলতি মূলধন 

ঘ. প্রারম্ভিক মূলধন

সঠিক উত্তর

অধ্যায় ২: ৯. ঘ ১০. গ  ১১. খ ১২. ক ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ক. ১৯. ঘ ২০. খ  ২১. ক ২২. খ ২৩. ঘ ২৪. গ ২৫. গ  ২৬. ঘ.

মোহাম্মদ জয়নাল আবেদীন, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা