অনুপাত - গণিত | ষষ্ঠ শ্রেণী - পাঠ ২৩

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও ডিজিটাল ট্রান্সফর্মেশন বিভাগের প্রধান।

আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা বের করাকে অনুপাত বলে। অনুপাত নিয়ে আলোচনা হবে আজ। তাহলে চলো ভিডিওতে চলে যাওয়া যাক।

আজকের আলোচ্য বিষয়ঃ অনুপাত