পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সম্পর্কিত ঘটনা কোনটি?
ক. সিপাহি বিদ্রোহ
খ. অহিংস আন্দোলন
গ. দেশ বিভাগ
ঘ. ছয় দফা আন্দোলন
২. ‘আমাদের সংগ্রাম চলবেই চলবে’ গানটির রচয়িতা কে?
ক. আবদুল আলীম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
৩. নির্ভাবনাময় সুখী মানুষের জগতে কবি কী করতে চান?
ক. ঘুরে বেড়াতে খ. হারিয়ে যেতে
গ. বিচরণ করতে ঘ. ঘুমিয়ে যেতে
৪. ‘আশা’ কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে?
ক. উচ্চাভিলাষ খ. দারিদ্র্য
গ. সৌন্দর্য ঘ. পরোপকার
৫. কবির কাঙ্ক্ষিত মানুষেরা কেমন ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?
ক. জীর্ণ বেড়ার ঘরে
খ. পাটখড়ির ঘরে
গ. ইট–কাঠের ঘরে
ঘ. ছন–বাঁশের ঘরে
৬. কবি কোন জগতে হারাতে চান, সেখানে মানুষ কীভাবে থাকে?
ক. আনন্দে থাকে
খ. অল্পতেই তুষ্ট থাকে
গ. একবেলা না খেয়ে থাকে
ঘ. কোনো কিছুতেই সন্তুষ্ট থাকে না
৭. কবির কল্পিত মানুষেরা কীভাবে ঘুমিয়ে থাকে?
ক. কুণ্ডলী পাকিয়ে খ. ক্ষুধার্ত অবস্থায়
গ. নির্ভাবনায় ঘ. চিন্তামগ্ন হয়ে
৮. বর্তমানে মানুষের মনে কী নেই?
ক. আনন্দ নেই খ. আকাঙ্ক্ষা নেই
গ. স্বপ্ন নেই ঘ. শান্তি নেই
৯. কারা সোনা–রুপার পাহাড় জমায় না?
ক. শ্রমজীবী মানুষরা খ. বিত্তবান মানুষরা
গ. চাকরিজীবী মানুষরা ঘ. ব্যবসায়ী মানুষরা
সঠিক উত্তর
আশা: ১.ঘ ২.ঘ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]