১. সরণ—
i. বস্তুর গতিপথের ওপর নির্ভর করে
ii. এর মান বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব
iii. একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. সিলিং ফ্যানের পাখার ঘূর্ণন কোন ধরনের গতি?
ক. স্পন্দন খ. ঘূর্ণন
গ. চলন ঘ. পর্যায়বৃত্ত
৩. ‘চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে’– এটা কী গতি?
ক. ঘূর্ণন গতি খ. চলন গতি
গ. রৈখিক গতি ঘ. স্পন্দন গতি
৪. অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে কী বলে?
ক. সরণ খ. দ্রুতি
গ. বেগ ঘ. ত্বরণ
৫. কোনটি দ্রুতির একক?
ক. ms-1 খ. ms-2
গ. m ঘ. (ms)-1
৬. নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তনের হারকে কী বলে?
ক. সরণ খ. দ্রুতি
গ. বেগ ঘ. ত্বরণ
৭. কোনটি বেগের মাত্রা?
ক. LT-2 খ. L
গ. TL-1 ঘ. LT-4
৮. সরণের হারকে কী বলে?
ক. দ্রুতি খ. বেগ
গ. ত্বরণ ঘ. মন্দন
৯. যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলে তাকে কী বলে?
ক. সুষম বেগ খ. অসম বেগ
গ. সুষম ত্বরণ ঘ. অসম ত্বরণ
১০. ঘূর্ণন গতি একটি বিশেষ ধরণের—
ক. সরল স্পন্দন গতি
খ. বৃত্তাকার গতি
গ. পর্যায়বৃত্ত গতি
ঘ. চলন গতি
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.ঘ ৩.ক ৪.খ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.গ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা