জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ/ইনস্টিটিউটে ভর্তির জন্য নিম্নবর্ণিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
আবেদনের সময়সীমা: ০৯/০৫/২০২৩ তারিখ সকাল ১০টা থেকে ৩১/০৫.২০২৩ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৬/০৬/২০২৩ থেকে ২৪/০৬/২০২৩ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনের ধাপসমূহ:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা:
ক. ২০১৯ সাল ও তার পরবর্তী বছরগুলোর মাধ্যমিক/সমমানের পরীক্ষা এবং ২০২১ ও ২০২২ সালের উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
খ. মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার চতুর্থ বিষয়সহ মোট জিপিএ গণনা করা হবে।
গ. জিসিই ২০১৭ সাল থেকে তৎপরবর্তী সাল পর্যন্ত ও লেভেল পরীক্ষায় অন্তত ৫টি (পাঁচ) বিষয়ে এবং ২০২১ অথবা ২০২২ সালের এ লেভেল পরীক্ষায় অন্তত ২টি (দুই) বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীরা ও লেভেল এবং এ লেভেলের মোট ৭টি (সাত) বিষয়ের মধ্যে ৪টি (চার) বিষয়ে কমপক্ষে বি গ্রেড ও ৩টি (তিন) বিষয়ে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।
ঘ. প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী যেকোনো ইউনিটে আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষার নম্বর ও সময়:
১. সব ইউনিটে ৮০ নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট। তবে OMR পূরণের জন্য আলাদা ৫ (পাঁচ) মিনিট সময় দেওয়া হবে।
২. C1–ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের জন্য ২০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম ৪০% নম্বর পেতে হবে।
ভর্তির জন্য আবেদন করার নিয়মাবলি:
ক. ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে (juniv-admission.org) প্রয়োজনীয় তথ্য প্রদান করে ন্যূনতম যোগ্যতা যাচাইপূর্বক নিজ মুঠোফোন নম্বর নিশ্চিত করবেন এবং প্রেরিত পাসওয়ার্ড পরবর্তী সময় আবেদন/ব্যবহারের জন্য সংরক্ষণ করবেন। একই মুঠোফোন নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে ওই মুঠোফোন নম্বর ব্যবহার করে একই ইউনিটে একাধিক আবেদন করা যাবে না।
খ. আবেদনকারীকে নিজ প্রোফাইলে গিয়ে ‘ছবি আপলোড করুন’ ও ‘স্বাক্ষর আপলোড করুন’ অপশনে ক্লিক করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে .jpg অথবা .jpeg ফরম্যাটে আপলোড করতে হবে।
গ. আবেদনযোগ্য ইউনিটগুলোর তালিকা থেকে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফি প্রদানপূর্বক এক বা একাধিক ইউনিটে আবেদন সম্পাদন করতে হবে।
ঘ. ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য এবং ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।
আবেদনপত্র ডাউনলোড: ০৯/০৬/২০২৩ তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
সিটপ্ল্যান ও ফলাফল: পরীক্ষার তারিখ, সময়, ভবনের নাম, কক্ষ নম্বর ইত্যাদি তথ্যসহ সিটপ্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফল আবেদনকারীকে মুঠোফোন নম্বরে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া এসব তথ্য juniv-admission.org থেকেও জানা যাবে।
পরীক্ষার নিয়মাবলি:
ক. MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। Optical Mark Reader (OMR) পদ্ধতিতে উত্তরপত্র মূল্যায়ণ করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ (শূন্য দশমিক দুই শূন্য) নম্বর কাটা যাবে।
খ. ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।
গ. সব ইউনিটের জন্য MCQ পরীক্ষার পাস নম্বর ন্যূনতম ৩৩%।
ঘ. A–ইউনিটের গণিত বিভাগের ভর্তির জন্য ভর্তি পরীক্ষার গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৬০%, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
ঙ. B–ইউনিটের আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
চ. C–ইউনিটের বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা অংশে ন্যূনতম ৫০%, ইংরেজিতে ৩০%, ইংরেজি বিভাগের জন্য ইংরেজি অংশে ৫০%, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জন্য ইংরেজি অংশে ৫০% নম্বর পেতে হবে।
বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
ক. A–ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি):
বাংলা ৩, ইংরেজি ৩, গণিত ২২, পদার্থবিজ্ঞান ২২, রসায়ন ২২ এবং আইসিটি ৮ নম্বর।
খ. B–ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ):
বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ গণিত ৫ এবং সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় ও আইকিউ ২৫ নম্বর।
গ. C–ইউনিট (কলা ও মানবিকী অনুষদ) এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট):
বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ও বিভাগসংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৫০ নম্বর।
ঘ. C1–ইউনিট (কলা ও মানবিকী অনুষদ):
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ): বাংলা ১০, ইংরেজি ১০ এবং সাধারণ জ্ঞান ও বিভাগসংশ্লিষ্ট অন্যান্য বিষয় ৬০ নম্বর।
ঙ. D–ইউনিট (জীববিজ্ঞান অনুষদ):
বাংলা ও ইংরেজি ৮, রসায়ন ২৪, উদ্ভিদবিজ্ঞান ২২, প্রাণিবিদ্যা ২২ এবং বুদ্ধিমত্তা ৪ নম্বর।
চ. E–ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ):
ব্যবসায় শিক্ষা শাখা: বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, হিসাববিজ্ঞান এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২০ নম্বর।
বিজ্ঞান/মানবিক/সমমান শাখা: বাংলা ১৫, ইংরেজি ৩০, গণিত ১৫, সাধারণ জ্ঞান ২০ নম্বর (গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং সাধারণ জ্ঞান প্রশ্নপত্রের মাধ্যম হবে বাংলা)
প্রয়োজনে যোগাযোগ:
ক. আবেদন ও পেমেন্ট, ছবি ও স্বাক্ষর আপলোড এবং প্রবেশপত্র ও সিটপ্ল্যান–সংক্রান্ত (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত): ০১৩২৪১৭৯৭৭৪, ০১৩২৪১৭৯৭৭৫, ০১৩২৪১৭৯৭৭৬, ০১৩২৪১৭৯৭৭৭
খ. সাধারণ জিজ্ঞাসা ও অন্যান্য (২৪ ঘণ্টা খোলা থাকবে): ০১৩২৪১৭৯৭৭৪, ০১৩২৪১৭৯৭৭৫
গ. ই-মেইল: juniv.admsn.help@juniv.edu
ভর্তির জন্য নির্বাচনপদ্ধতি
ক. লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে নিম্নের (খ)-এ বর্ণিত প্রাপ্ত নম্বর যোগ করে মোট সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট/বিভাগের আসনসংখ্যার সর্বাধিক ১০ (দশ) গুণ শিক্ষার্থীর পৃথক তালিকা মেধা অনুযায়ী প্রণয়ন করা হবে। সি১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের চূড়ান্ত মেধাক্রম ব্যবহারিক পরীক্ষার পর প্রকাশ করা হবে।
খ. গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ শিক্ষার্থীর মাধ্যমিক/সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএকে ১.৫ দ্বারা এবং উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএকে ২.৫ দ্বারা গুণ করে ফলাফল তৈরি করা হবে।
গ. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রক্ষার্থে ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে এ গ্রেডের জন্য ৫, বি গ্রেডের জন্য ৪, সি গ্রেডের জন্য ৩.৫ এবং ডি গ্রেডের জন্য ৩ পয়েন্ট গণ্য করা হবে। উল্লিখিত গ্রেডিং/পয়েন্ট ব্যতীত অন্য কোনো গ্রেড/পয়েন্ট থাকলে সে ক্ষেত্রে সিএসইর গ্রেডিং সমতা নির্ধারণী কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ঘ. ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি পরবর্তী সময়ে ওয়েবসাইট juniv-admission.org এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।