২১. যুদ্ধক্ষেত্রে সাদা নিশান ওড়ানো হয় কেন?
ক. যুদ্ধবিরতির জন্য
খ. যুদ্ধ জোরদার করার জন্য
গ. সন্ধি স্থাপনের জন্য
ঘ. বিপদমুক্ত অবস্থানের জন্য
২২. কারা এ দেশে সামরিক শক্তি বৃদ্ধি করেছে?
ক. ডাচ্রা খ. ফরাসিরা
গ. তুর্কিরা ঘ. ইংরেজরা
২৩. গভর্নরকে পালাতে দেখে কে গুলি ছুড়েছিল?
ক. ওয়ালি খান খ. একজন রক্ষী
গ. উমিচাঁদ ঘ. কালাচাঁদ
২৪. কোন সন্ধির মর্যাদা ইংরেজরা ধুলোয় লুটিয়ে দিয়েছে?
ক. আলীনগরের সন্ধির
খ. ফোর্ট উইলিয়ামের সন্ধির
গ. কাশিমবাজারের সন্ধির
ঘ. পাটনার সন্ধির
২৫. ‘আমরা আপনার কর্তৃত্ব মানব না’—এখানে কার কর্তৃত্ব মানার কথা বলা হয়েছে?
ক. নবাব সিরাজের খ. মীরজাফরের
গ. গভর্নর ড্রেকের ঘ. লর্ড ক্লাইভের
২৬. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে ঘসেটি বেগমের সঙ্গে কে রাজ্য শাসন করার স্বপ্ন দেখেছিলেন?
ক. রাজবল্লভ খ. জগৎশেঠ
গ. রায় দুর্লভ ঘ. মীরজাফর
২৭. জাহেলদের রইস কে?
ক. আগন্তুক খ. মিরন
গ. সাঁফ্রে ঘ. মোহাম্মদী বেগ
২৮. ‘গতি যার নীচসহ নীচ সে দুর্মতি’—কাদের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. মীরজাফর, মোহনলাল
খ. মোহনলাল, রাজবল্লভ
গ. মীরজাফর, রাজবল্লভ
ঘ. মোহনলাল, রাজবল্লভ
২৯. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?
ক. রায়দুর্লভের খ. মানিকচাঁদের
গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের
৩০. ‘এ দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি’—উক্তিটি কার?
ক. মৃত্যুপথযাত্রী নারান সিংহের
খ. দেশপ্রেমিক মোহনলালের
গ. মৃত্যুপথযাত্রী মীরমদনের
ঘ. ফরাসি সেনাপতি সাঁফ্রের
সঠিক উত্তর
সিরাজউদ্দৌলা: ২১.গ ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.খ ৩০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা