দশম শ্রেণির পড়াশোনা
১১. লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি?
ক. লেখার আকার ছোট-বড় করা
খ. বানান সংশোধন করা
গ. ছবি যোগ করা
ঘ. বক্স আকারে লেখাকে উপস্থাপন করা
১২. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—
i. শতকরার হিসাব করা যায়
ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়
iii. একই সঙ্গে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করা হয়?
ক. Close খ. Prepare
গ. New ঘ. Open
১৪. ওয়ার্ড প্রসেসরের কোন অপশনটি ডকুমেন্ট সংরক্ষণে ব্যবহৃত হয়?
ক. Open খ. Save
গ. Prepare ঘ. Publish
১৫. ওয়ার্ড প্রসেসরে পূর্বের ডকুমেন্টকে বারবার ব্যবহার করা যায় কীভাবে?
ক. ডকুমেন্ট সংরক্ষণ করে
খ. ডকুমেন্টের চার্ট ব্যবহার করে
গ. কি-বোর্ড ব্যবহার করে
ঘ. ডকুমেন্ট পাবলিশ করে
১৬. ডকুমেন্টকে বারবার ব্যবহার করার প্রয়োজন হলে কী করা উচিত?
ক. টেমপ্লেট তৈরি করা
খ. ডকুমেন্টের চার্ট ব্যবহার করা
গ. কি-বোর্ড ব্যবহার করা
ঘ. ডকুমেন্ট কপি করা
১৭. ওয়ার্ড প্রসেসরে তথ্য এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে কীভাবে নেওয়া যায়?
ক. পেস্ট করে
খ. ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহারে
গ. কপি করে
ঘ. টেমপ্লেট ব্যবহার করে
১৮. ওয়ার্ড প্রসেসরে অল্প সময়ে শব্দ খোঁজার জন্য কোন কমান্ড ব্যবহার হয়?
ক. Insert
খ. Chart
গ. Find and Replace
ঘ. Format
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মেহেদি ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে একটি ডকুমেন্ট তৈরি করার পর দেখল, তাতে School বানানটি ডকুমেন্টের সব জায়গায় ভুল হয়েছে। তাই সে একটি কমান্ড ব্যবহার করে সব জায়গায় ভুল বানান একবারে সঠিক বানানে প্রতিস্থাপন করে দিল।
১৯. মেহেদি কোন কমান্ড ব্যবহার করেছিল?
ক. Edit
খ. New
গ. Find & Replace
ঘ. Paste Special
২০. মেহেদির ব্যবহৃত সফটওয়্যারটি লেখা সম্পাদনায় যেভাবে ভূমিকা রাখে—
i. বানান সংশোধন
ii. লাইনের ব্যবধান নির্ধারণ
iii. cell-এর ব্যবধান নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.গ ২০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা