[পূর্ববর্তী লেখার পর]
১৬. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী’—সংজ্ঞাটি কোন ধরনের?
ক. রূপক সংজ্ঞা খ. দুর্বোধ্য সংজ্ঞা
গ. যৌক্তিক সংজ্ঞা ঘ. অতিব্যাপক সংজ্ঞা
১৭. ‘গাছ হয় বৃক্ষ’— এটি কোন ধরনের সংজ্ঞা?
ক. বাহুল্য খ. দুর্বোধ্য
গ. রূপক ঘ. চক্রক
১৮. ‘মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব’—এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. বাহুল্য সংজ্ঞা
খ. দুর্বোধ্য সংজ্ঞা
গ. অতিব্যাপক সংজ্ঞা
ঘ. অ–ব্যাপক
১৯. ‘বিদ্যালয় একটি পাঠশালা’—এ সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. দুর্বোধ্য খ. রূপক
গ. চক্রক ঘ. বাহুল্য
২০. ‘যিনি খেলা করেন তিনি খেলোয়াড়’—এখানে কী ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. বাহুল্য সংজ্ঞা
খ. চক্রক সংজ্ঞা
গ. অতি ব্যাপক সংজ্ঞা
ঘ. অব্যাপক সংজ্ঞা
২১. মানুষ হলো মনুষ্য জাতীয় জীব—এ বাক্যটিতে ঘটেছে?
ক. রূপক সংজ্ঞা দোষ
খ. চক্রক সংজ্ঞা দোষ
গ. অব্যাপক সংজ্ঞা দোষ
ঘ. দুর্বোধ্য সংজ্ঞা দোষ
২২. ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী’—সংজ্ঞাটি কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
ক. রূপক সংজ্ঞা দোষ
খ. বাহুল্য সংজ্ঞা দোষ
গ. অব্যাপক সংজ্ঞা দোষ
ঘ. অতিব্যাপক সংজ্ঞা দোষ
২৩. ‘উটকে বলা হয় মরুভূমির জাহাজ’—এটি কোন ধরনের সংজ্ঞা?
ক. নঞর্থক খ. চক্রক
গ. রূপক ঘ. বাহুল্য
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ ২০.খ ২১.খ ২২.গ ২৩.গ
এস এম হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক, সিটি কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]