বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ৬ মাস মেয়াদি সার্টিফিকেট ইন লাইভস্টক অ্যান্ড পোলট্রি প্রোগ্রামে জুলাই-ডিসেম্বর ২০২৩ সিমেস্টারে (২৩২ টার্ম) ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হতে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। প্রার্থীকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের OSPAS (osapsnew.bou.ac.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
আসন সংখ্যা (প্রতি স্টাডি সেন্টার): ৫০টি।
স্টাডি সেন্টার: যুব প্রশিক্ষণ কেন্দ্র (সাভার, ঢাকা; ময়মনসিংহ; যশোর; সোনাডাঙ্গা, খুলনা, লালমনিরহাট; জয়পুরহাট) ও ILST, গাইবান্ধা।
অনলাইনে আবেদন ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্নকরণের সময়: ২০-০৭-২০২৩ তারিখ পর্যন্ত।
আবেদনসহ মোট ভর্তি ফি: ১০০+৩৬৪০=৩৭৪০ টাকা। আনুষঙ্গিক চার্জ আবেদনকারীকে বহন করতে হবে।
ভর্তি চূড়ান্তকরণ: স্টাডি সেন্টারের নির্ধারিত আসন পূরণ না হওয়া পর্যন্ত ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা অনলাইনে আগে আসলে আগে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bou.ac.bd