৩১. কামিনী রায়ের কবিতায় কী প্রতিফলিত হয়েছে?
ক. জীবনের অহংকার
খ. জীবনের দুঃখ-কষ্ট
গ. জীবনের মহৎ আদর্শ
ঘ. দেশের কথা
৩২. ‘বীণ’ কী?
ক. একধরনের সুর
খ. একপ্রকার বিদেশি যন্ত্র
গ. একপ্রকার গাছ
ঘ. একপ্রকার বাদ্যযন্ত্র
৩৩. ‘সৃজিলা’ অর্থ কী?
ক. স্মরণ করলেন
খ. স্বীকার করলেন
গ. সৃষ্টি করলেন
ঘ. সাজালেন
৩৪. ‘জিনিবে’ দ্বারা কী বোঝায়?
ক. জীবন ফিরে পাবে
খ. জয় করবে
গ. জেগে যাবে
ঘ. জানতে পারবে
৩৫. ‘সুখ’ কবিতার ‘বলি’ শব্দের অর্থ কী?
ক. কষ্ট খ. প্রতিযোগী
গ. নতুন ঘ. উৎসর্গ
৩৬. ‘সুখ’ কবিতার শিক্ষা আমাদের কী হতে বলে?
ক. দুর্বল হতে খ. ভীরু হতে
গ. অন্তর্মুখী হতে ঘ. উদার হতে
৩৭. পৃথিবীর সবাই কী চায়?
ক. সুখ খ. ক্ষমতা
গ. গাড়ি-বাড়ি ঘ. টাকাপয়সা
৩৮. মানুষের জীবন নিরর্থক, এ ধারণা—
ক. আংশিক সত্য খ. সত্য
গ. যথার্থ ঘ. ভুল
৩৯. মানুষ কখন আত্মকেন্দ্রিক হয়?
ক. নিজের কথা ভুলে গেলে
খ. আত্মীয়স্বজনকে খাওয়ালে
গ. সবার সঙ্গে মিশলে
ঘ. শুধু নিজেকে নিয়ে ভাবলে
৪০. প্রকৃত সুখ লাভ করতে পারে না কারা?
ক. বিত্তশালী মানুষ
খ. পরোপকারী মানুষ
গ. গরিব-দুঃখী
ঘ. স্বার্থমগ্ন মানুষ
সঠিক উত্তর
সুখ: ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.খ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.ঘ
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)