৩১. মূল্যবোধ হারানোর ফলে মানুষ কোনটিকে হারিয়ে ফেলে?
ক. চেতনাবোধ খ. অহংবোধ
গ. ভালো–মন্দ জ্ঞান ঘ. সাধারণ জ্ঞান
৩২. আবেগ দ্বারা পরিচালিত নয় কোনটি?
ক. দৈহিক সমস্যা খ. শারীরিক সমস্যা
ঘ. মানসিক সমস্যা ঘ. সামাজিক সমস্যা
৩৩. কাদের মতে অপরাধের একটি বড় কারণ হলো শারীরিক বিকলাঙ্গতা?
ক. সমাজবিজ্ঞানীদের খ. রাষ্ট্রবিজ্ঞানীদের
গ. অপরাধবিজ্ঞানীদের ঘ. মনোবিজ্ঞানীদের
৩৪. টমদের দেশে অ্যালকোহল পান করা সামাজিক সমস্যা নয়। টম কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ খ. পাকিস্তান
গ. সৌদি আরব ঘ. থাইল্যান্ড
৩৫. সমাজের একটি চিরাচরিত ঘটনা কী?
ক. সামাজিক গবেষণা
খ. সামাজিক গতিশীলতা
গ. সামাজিক পরিবর্তন
ঘ. সামাজিক মিথষ্ক্রিয়া
৩৬. সামাজিক সমস্যাগুলো সমাজের কোন অবস্থা সৃষ্টি করে থাকে?
ক. স্বস্তিকর খ. অস্বস্তিকর
গ. কাঙ্ক্ষিত ঘ. শৃঙ্খলাপূর্ণ
৩৭. কোনো দেশের উপার্জনশীল লোকের তুলনায় নির্ভরশীল লোকের সংখ্যা অধিক হলে, তাকে কী বলে?
ক. জনসংখ্যা স্ফীতি
খ. জনসংখ্যা বিস্ফোরণ
গ. কাম্য জনসংখ্যা
ঘ. ত্রুটিপূর্ণ জনসংখ্যা
৩৮. সামাজিক সমস্যাগুলো পরস্পর কী?
ক. সম্পর্কিত খ. অনিয়মিত
গ. অনির্ধারিত ঘ. নির্ভরশীল
৩৯. পরিবর্তনশীল সমাজের মানুষ হিসেবে আমরা কোন ধরনের সমস্যার বেড়াজালে আবদ্ধ?
ক. একমুখী খ. ঊর্ধ্বমুখী
গ. নিম্নমুখী ঘ. বহুমুখী
৪০. ‘Reading to Social Problem’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ম্যাকাইভার খ. আইরা সিলভার
গ. সি এম কেস ঘ. চাল৴স গ্রাভিন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩১.গ ৩২.ঘ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ঘ ৩৯.ঘ ৪০.খ
মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা