১. জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া কোনটি?
ক. শ্বসন খ. প্রস্বেদন
গ. সালোকসংশ্লেষণ ঘ. অভিস্রবণ
২. রাইবুলোজ কত কার্বনবিশিষ্ট হয়?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
৩. বায়ুতে কিসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায়?
ক. O2 খ. CO2
গ. C4 ঘ. ATP
৪. পাইরুভিক অ্যাসিড কত কার্বনবিশিষ্ট?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৫. গ্লাইকোলাইসিস ধাপটি কোথায় সংঘটিত হয়?
ক. ক্লোরোপ্লাস্টে খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে ঘ. মাইটোকন্ড্রিয়ায়
৬. কোনটি সালোকসংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস?
ক. পানি খ. ক্লোরোফিল
গ. সূর্যের আলো ঘ. কার্বন ডাই-অক্সাইড
৭. নিচের কোন যৌগটি ছয় কার্বনবিশিষ্ট?
ক. গ্লুকোজ
খ. রাইবুলোজ
গ. অ্যাসিটাইল কো-এ
ঘ. পাইরুভিক অ্যাসিড
৮. ক্রেবস চক্রের সকল বিক্রিয়া কোথায় ঘটে?
ক. মাইটোকন্ড্রিয়াতে
খ. নিউক্লিয়াসে
গ. সাইটোপ্লাজমে
ঘ. গ্লাইকোলাইসিসে
৯. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না?
ক. ১৫° সেলসিয়াসের নিচে
খ. ৪৫° সেলসিয়াসের ওপরে
গ. ৫৫° সেলসিয়াসের ওপরে
ঘ. ৫৫° সেলসিয়াসের নিচে
১০. কোনটি শ্বসনের ক্রিয়াকে স্বাভাবিক রাখে?
ক. অক্সিজেন সরবরাহ
খ. তাপ
গ. পরিমিত পানি সরবরাহ
ঘ. সূর্যালোক
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.গ ২.গ ৩.খ ৪.খ ৫.গ ৬.ক ৭.ক ৮.ক ৯.খ ১০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা