এইচএসসি ২০২৪ - সমাজকর্ম ২ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৬৯)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৬১. বৃদ্ধকাল → বার্ধক্য →?

ওপরের “?” স্থানে কোনটি বসবে

ক. শিশু খ. তরুণ

গ. জরা ঘ. বৃদ্ধ

৬২. সমাজকর্মের একটি অন্যতম আলোচনার বিষয় কী?

ক. ভিক্ষাবৃত্তি খ. শিক্ষাকল্যাণ

গ. প্রবীণকল্যাণ ঘ. শিশুকল্যাণ

৬৩. জাতিসংঘের মতে, শিল্পোন্নত দেশগুলো কত বছর বয়সে অবসর গ্রহণের সঙ্গে সমীকরণ করে সচরাচর বার্ধক্য সূচিত হয়?

ক. ৬০ বা ৬২ বছর

খ. ৬০ বা ৬৩ বছর

গ. ৬০ বা ৬৪ বছর

ঘ. ৬০ বা ৬৫ বছর

৬৪. সমাজকর্মীরা কোথায় প্রবীণদের মর্যাদা অক্ষুণ্ন রাখার পরামর্শ দেয়?

ক. এক্স খ. সমাজে

গ. রাষ্ট্রে ঘ. অফিসে

৬৫. প্রবীণকল্যাণ সমাজকর্মের মূল দায়িত্ব হিসেবে কোনটি অধিক উপযোগী?

i. প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করা

ii. প্রবীণদের উন্নয়ন সাধন করা

iii. প্রবীণদের সার্বিক অধিকার নিশ্চিতে করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. অনেকে বৃদ্ধকালকে কয়ভাগে ভাগ করেছেন?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৬৭. কোনটি থাকলে মন প্রফুল্ল থাকে?

ক. সামাজিক নিরাপত্তা

খ. সামাজিক শৃঙ্খলা

গ. অর্থনৈতিক সচ্ছলতা

ঘ. রাজনৈতিক স্থিরতা

৬৮. কোন ধরনের প্রবীণদের জন্য সমাজকর্মী পুনর্বাসনের ব্যবস্থা করে থাকেন?

ক. ধনী খ. বিত্তশালী

গ. দরিদ্র ঘ. অতি দরিদ্র

৬৯. বয়স্ক সংগঠন গড়ে তুলতে কারা উদ্বুদ্ধ ও সহযোগিতা করেন?

ক. তরুণেরা খ. প্রবীণেরা

গ. সমাজকর্মীরা ঘ. নারীরা

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.গ ৬২.গ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.খ ৬৬.ক ৬৭.গ ৬৮.ঘ ৬৯.গ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা